এবিবি ফান প্রশ্ন- ৫৬৬ || আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
দয়াকরে সহজ করে উত্তর দিয়েন, যেন সহজে বুঝতে পারি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আবেগ যতদিন থাকে ততদিন প্রেম থাকে। আর আবেগ নষ্ট হয়ে গেলে শুধু স্মৃতি থাকে।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আবেগ: পুরনো প্রেমিকার ছবি এখনো ফোনে রাখি , স্মৃতি তো।
বিবেক: ফোনে মেমরি নাই, ডিলিট কর এই আবর্জনা🤣
আবেগ কফি শপে নিয়ে যায় প্রেমিকাকে।
বিবেক বলে: বাসায় চা বানালে দশটাকা খরচ হতো।🤣
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আপনি তো দেখছি দারুন উদাহরণ দিয়েছেন। পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থাকতে চান ঠিকই কিন্তু মেমোরি কার্ড যে একেবারে লোড। 😆
একদম বাস্তব ছবি। যা ছেলেদের চরিত্র প্রকাশ করে।
আবেগ হচ্ছে বিভিন্ন অনুভূতি দ্বারা সৃষ্ট।যা ছন্নছাড়া, নিজস্ব কোনো নিয়মে বাঁধা নেই।যেমন--ভবঘুরে লোক।
বিবেক হচ্ছে মনের অনুভূতি দ্বারা সৃষ্ট।যেটি ভালো ও খারাপের পার্থক্য করে।যেমন--চাকরিজীবী মানুষ।☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আবেগ মানে হলো প্রেম করা,
আর বিবেক মানে হলো প্রেমিক/প্রেমিকাকে বিয়ে না করা,হাহাহা
কেউ আপনাকে অপমান করলে আপনি রেগে যেতে পারেন — এটা আবেগ।
কিন্তু আপনি ভাবলেন, "আমি এখন চুপ থাকি, পরে শান্তভাবে কথা বলব" — এটা বিবেক।
আবেগ হলো বাচ্চার মতো যা দেখে, তাই চায়।
বিবেক হলো বাপের মতো সব চিন্তা করে তারপর হাঁটে।
আবেগ হলো মানুষের অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। যেমন: রাগ, আনন্দ, দুঃখ, ভয়। বিবেক হলো নৈতিক বোধ সঠিক-ভুলের জ্ঞান। এটা যুক্তি, শিক্ষা ও অভিজ্ঞতা থেকে গঠিত হয়।
😁😆😆বাস্তবতায় আবেগ- লাইভে গিয়ে কথা বলি।
বিবেক-,তোর কথায় কেউ শুনবেও না।😚😃😅😅
একদম ঠিক বলেছেন ভাইয়া রাগ, আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে আমাদের আবেগ। বিবেকের কথা কেউ শুনেনা।
দারুন লিখেছেন। মুগ্ধ হয়ে গেলাম।
আবেগ প্রেমে পড়লে বলে: "এই মানুষটার জন্য আমি সব করতে পারি!"
বিবেক হিসাব করে বলে: "তাহলে কেন তার টেক্সটের রিপ্লাই দিতে ৩ দিন লাগে?"
মানুষ তো মুখে অনেক কিছুই বলে কিন্তু করতে গেলে আসলে বাস্তবতা কিংবা বিবেক জাগ্রত হয় আর কি। 😆
যখন আবেগে কাজ করে তখন বিবেক কাজ করে না, আর যখন বিবেক কাজ করে তখন আবেগ কাজ করে না এদের মধ্যে শত্রুতা রয়েছে। আর এই জন্যই এদের মধ্যে পার্থক্য হা হা।
আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?
আবেগ দিয়ে মানুষ রাজাও হতে পারে ফকিরও হতে পারে কিন্তু বিবেক দিয়ে তা চলে না।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু আবেগ দিয়ে মানুষ রাজা হতে পারে কিন্তু বিবেক দিয়ে আসলে তা চলে না।