এবিবি ফান প্রশ্ন- ৫৫৪ || “প্রিয় বলতে কোনো জিনিস রাখতে নেই” এটি কতটুকু সত্য?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
“প্রিয় বলতে কোনো জিনিস রাখতে নেই!” এটি কতটুকু সত্য?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি যদি কোনো জিনিসকে খুব বেশি প্রিয় করে ফেলি, দেখি সেটি বেশিদিন থাকে না ।খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি, প্রিয় বলতে কোনো জিনিস রাখা উচিত নয়!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কোনো কিছুকে খুব বেশি প্রিয় করে ফেললে, সেটি হারানোর ভয়েও আমাদের জীবন ভরে যায়। মানুষ, জিনিস, স্মৃতি — যেটাই হোক না কেন, প্রিয় কিছু হারিয়ে গেলে কষ্ট অনেক বেশি হয়। তাই কেউ কেউ বলেন, “প্রিয় রাখতে নেই,” যেন কষ্টটা একটু কম হয়।
0.00 SBD,
3.26 STEEM,
3.26 SP
আপনি ঠিক বলেছেন ভাই ।
প্রিয় রাখতে নেই, কারণ একদিন সেই প্রিয়ই হুট করে Wi-Fi এর মতো চলে যাবে, সিগন্যাল থাকবে না, কানেকশন পাবার আশাও থাকবে না! 😅💔
0.00 SBD,
3.25 STEEM,
3.25 SP
ঠিক বলেছেন ভাইয়া 🙂।
একেবারে মনের কথা বলেছেন ভাই।
ঠিক বলেছেন, কথায় বলে--অতি যত্নের ধন পিঁপড়ে খায়।সেইরকম কোনোকিছুকে প্রিয় না ভেবে অবজ্ঞা করতে হবে তাহলে বেশিদিন টিকবে।☺️☺️
0.00 SBD,
3.23 STEEM,
3.23 SP
অতি যত্নের ধন পিঁপড়ে খায় তা বাস্তব আপু।
একেবারে ডাহা মিথ্যা কথা। আমি গত তিন বছর যাবত একজনকে প্রিয় বানিয়ে মাথায় নিয়ে হাটতেছি, কয় কোনদিন তো কোন কিছু হলো না। হারিয়ে গেলে তো বেঁচে যেতাম।😉
যারা ভুক্তভোগী একমাত্র তারাই আমার কথার অর্থ বুঝবে,হা হা হা।😂
0.00 SBD,
3.22 STEEM,
3.22 SP
যাকে মিন করে কথাটা বলেছেন, সে যদি একবার দেখতে পারে তাহলে জীবনটাই শেষ হবে🤣🤣😅।
আপনি প্রিয় শব্দের পূর্বে অ দেখতে ভুলে গেছেন ভাই হাহাহা 😁 ।
এটা একদম বাস্তবিক একটা কথা বলে আমার মনে হয়। কারন আমরা যে জিনিসটাকে বেশি পছন্দ করি, সেই জিনিসটা আমাদের কাছে খুব অল্প সময় থাকে। আর একটা সময় ওই জিনিসটাকে আমরা হারিয়ে ফেলি।
0.00 SBD,
3.20 STEEM,
3.20 SP
বাস্তব আপু, প্রিয় জিনিস তাড়াতাড়ি হারিয়ে যায়।
এক কথায় বলি এটা ততটাই সত্য যতটা ডায়েট করার সময় এক পিস খেলে কিছু হয় না😁 কথাটা মিথ্যা😬
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
প্রিয় জিনিসই সবসময় হারিয়ে যায় আর হারালে কাঁদো কাঁদো মুখ করে ফেসবুকে স্ট্যাটাস দিতে হয় সবই মায়া🤣🤣, কিছুই নিজের না। তাই আরকি।😀😀
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
প্রিয় শব্দ হচ্ছে মুদ্রার এপিঠ ওপিঠ। যেখানে সুখ এবং দুঃখ নিহিত থাকে। প্রিয় যদি নিজের কাছে থাকে তাহলে সুখের ছোঁয়া লাগে মনে। হারিয়ে গেলে একরাশ হতাশা আর দুঃখের সাগরে ভাসতে হয়। প্রিয় শব্দের মাঝে সুখের চেয়ে দুঃখের আঘাত বেশি। তাই বাস্তবতা হলো, দুঃখ সহ্য করতে না পারলে প্রিয় বলতে কোনো জিনিস রাখতে নেই😅😂🤣😭।
প্রিয় বলতে কোনো জিনিস রাখতে নেই
আর যদি সেটা হয় প্রেমিকা, তাহলে তো পুরা লস প্রজেক্ট। আগে বলতো তুমি ছাড়া বাঁচবো না,
কিছুদিন পর দেখি, সে তো আরেকজনের সাথে ৩টা সিনেমার টিকিট কাটছে।
আপনার কথায় যুক্তি আছে ভাই হা হা হা 😁।
এটা তো আপনি চরম সত্য বলেছেন আপু।অতি শব্দটাই খারাপ,যখন কোনো জিনিস কে আমরা অতি প্রিয় করে ফেলবো সেটা হয় হারিয়ে যাবে নাহয় নষ্ট হয়ে যাবে ।সুতরাং আমি আপনার সাথে সহমত, প্রিয় বলতে কোনো জিনিস রাখতে নেই।