এবিবি ফান প্রশ্ন- ৫৯৯ || প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্কও কি ফুরিয়ে যায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্কও কি ফুরিয়ে যায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মানুষ আপনার থেকে সেটুকুই নিবে যেটুকু তার প্রয়োজন, তারপরে আপনি হবেন অপ্রয়োজনীয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অবশ্যই যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে তারা বলে,তুমি অনেক ভালো, ডিজার্ভ বেটার। ঘুরিয়ে ফিরিয়ে মানে হলো, আপনার জায়গায় এখন ওর অন্য কেউ বেটার 🤣🤣।
আপনি বাস্তব কথা বলেছেন ভাই।
বর্তমানে বেশিভাগ ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। সম্পর্কগুলো এখন স্বার্থের কাছে হেরে যাচ্ছে। স্বার্থ ফুরিয়ে গেলে আপন জনো পর হয়ে যায়।
অতীতে না গেলেও বর্তমানে সেটা যায়।কারণ মানুষের প্রয়োজন যেমন আকাশ ছোঁয়া,
তেমনি সম্পর্কগুলি ঠুনকো বালুকনা।
আপনার সাথে একমত। ঠিক বলেছেন দিদি।
😊😊
হাঁ আপু সম্পর্কগুলি ঠুনকো বালুকনা।
টিস্যু ব্যবহার করে যেমন ভাবে ছুড়ে ফেলে দেওয়া হয়।ঠিক তেমনভাবে প্রয়োজন ফুরিয়ে গেলে রক্তের সম্পর্ক গুলোও ফেলা দেওয়া টিস্যুর মতো অপ্রয়োজনীয় হয়ে যায় 😔😔।
একেবারে সত্যি একটা কথা বলেছেন আপনি।
এ প্রশ্নটি খুব সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর জীবনবোধ ও বাস্তবতা। অনেক সময় দেখা যায়, কারও প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্কের গুরুত্ব, গভীরতা, এমনকি উপস্থিতিও হারিয়ে যায়। কিন্তু এটা সম্পর্কের প্রকৃত ভালোবাসা কখনো হারায় না। নিজের স্বার্থের জন্য সব কিছু করতে রাজি এবং ভিন্ন ভাবে ব্যবহার করে।
প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায় সত্য। তবে বাস্তবতা হলো প্রয়োজন শেষ তাহলে সম্পর্ক যদি শেষ হয় তাহলে ঐ সম্পর্ক সম্পর্ক ছিলো না। ছিলো শুধু সম্পর্কের মায়াজালে স্বার্থ হাসির করা। সম্পর্কের বন্ধনের মিথ্যার অভিনয়ে ঘৃণ্য ফাঁদ। যেমন মধুর বোতলে বিষ থাকে ঠিক তেমন।
একশ্রেণীর মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থ পূরণের জন্যই সম্পর্ক টিকিয়ে রাখে। যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরে। আবার একশ্রেণীর মানুষ আছে যারা স্বার্থের চেয়ে সম্পর্কটাই বেশি মূল্যায়ন করে। মূলত এটা মন মানসিকতার উপর নির্ভর করে।
এইটা বাস্তব ভাই। সম্পর্ক নির্ভর করে মন মানসিকতার উপর।
সত্যিকারের সম্পর্ক কেবল প্রয়োজনের ভিত্তিতে গড়ে ওঠে না, বরং বিশ্বাস, সম্মান, অনুভব ও ভালবাসার উপর দাঁড়িয়ে থাকে। যেসব সম্পর্ক কেবল প্রয়োজনের সময় টিকে থাকে, সেগুলো হয়ত সুবিধার সম্পর্ক ছিল, হৃদয়ের নয়।
হ্যাঁ, এটা একদম ঠিক। কিন্তু বর্তমানে সত্যিকারের সম্পর্ক খুব কম রয়েছে।
যে সম্পর্কগুলো তৈরি হয় স্বার্থের জন্য, প্রয়োজন ফুরিয়ে গেলে সেই সম্পর্কগুলো অবশ্যই ফুরিয়ে যায়💔। কিন্তু নিঃস্বার্থভাবে যে সম্পর্ক গুলো তৈরি হয় হাজারো প্রয়োজন অপ্রয়োজনে সম্পর্কগুলো আরো অনেক বেশি শক্ত হয়❤️🥰।
প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায় না তবে দূরত্ব বাড়ে যায়। যেমন টাকা ধার দেওয়ার পর কাছের বন্ধুকেউ আর খুঁজে পাওয়া যায় না।