এবিবি ফান প্রশ্ন- ৬২৭ || কে বেশি চালাক নারী না পুরুষ।


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কে বেশি চালাক নারী না পুরুষ।

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে পুরুষ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 days ago 

পুরুষরাই বেশি চালাক।প্রথমত,পুরুষরা প্রেম তো করে কিন্তু বিয়ের সময় বিয়ে না করে ধোঁকা দেয়।আর দ্বিতীয়ত পুরুষরা বাইরের জগতে গিয়ে হাফ তো ছাড়ে কিন্তু মেয়েদের টাকার লোভ দেখিয়ে ঘরবন্দি করে রাখার পরিকল্পনাও করে,☺️☺️।।

 2 days ago 

হায় হায় পুরুষরা তাহলে এত কিছু করে আপু 🤔🤔।

 2 days ago 

☺️☺️ হি হি,বর্তমানের অবস্থা সব ভাইয়া।

 2 days ago 

Thank you.

 2 days ago 

কে বেশি চালাক নারী না পুরুষ।

ক্ষেত্র ভেদে দুজন দুই জায়গাতেই সমান চালাক, অর্থাৎ পুরুষ তার জায়গায় নারীকে হারিয়ে দিবে আবার নারী তার জায়গায় পুরুষকে।
অর্থাৎ ইমোশন এবং কূটনৈতিক সম্পর্কের দিক থেকে নারীরা সেরা আর প্রতিযোগিতা,নেতৃত্ব,ক্ষমতা এবং লজিক্যাল রিজনিং এই জায়গাগুলোতে পুরুষরা সেরা।

 2 days ago 

Thank you so much for supporting me. I will continue my creativity.

 2 days ago 

আমার কিন্তু ব্যাক্তিগত মতামত ভিন্ন । আমার মনে হয় পুরুষের চেয়ে নারীরাই বেশী চালাক। কারন পুরুষরা বোকা বলেই চালাক নারীর কাছে বার বার ধরা খায়। আর নারীরা পুরুষের সাথে চালাকী করে সব কিছু হাতিয়ে নেয় বেশ সহজেই।

 yesterday 

আসলে যে মুহূর্তে কথা কাটাকাটি হয় তখনই বোঝা যায়। নারীরা চালাক বেশি তারা কান্না করে জিতে যায়, আর পুরুষরা চুপচাপ হেরে যায়।

 2 days ago 

কে বেশি চালাক নারী না পুরুষ।

চালাকি যার দরকার, সেদিন সে-ই চালাক, বাকি সময় সবাই বোকা🤣🤣।

@abb-fun, this is such a fantastic initiative! I love the concept of "ABB-Fun" and bringing a unique, playful approach to engaging with the community. The idea of posing thought-provoking questions and rewarding the most creative and humorous answers with votes is brilliant!

The current question, "Who is more clever, women or men?" is bound to spark some hilarious and imaginative responses. I can already imagine the witty and unexpected answers that will flood the comments section.

This is exactly the kind of engaging and lighthearted content that makes the Steemit community so vibrant. Keep up the fantastic work! I'm eager to see the creative sparks fly and look forward to seeing who comes up with the most amusing answer. Everyone, get your funny hats on and participate!

 2 days ago 

মেয়েরা সবচেয়ে বেশি চালাক। বিয়ের আগে এক রূপ দেখায় আর বিয়ের পর অন্যরূপ। 😅😅

 2 days ago 

বিষয়টা হচ্ছে, পুরুষরা চালাকি শিখে বই থেকে, আর নারীরা শিখে পুরুষদের থেকেই। তাই শেষমেশ চালাকি পরীক্ষায় নারীরাই গোল্ড মেডেল পায়।

 2 days ago 

গোল্ড মেডেল কাউকে পেতে তো দেখিনি।

 2 days ago 

কি জে বলেন কত দেখলাম 😅😅

 2 days ago 

কে বেশি চালাক নারী না পুরুষ।

আসলে বিয়ের পরেই বোঝা যায়, আগে যে চালাক ছিল, পরে সেই-ই ভিকটিম😂🤣।

 2 days ago 

আমার কাছে মনে হয় নারী এবং পুরুষ দুই ধরনের লোকেই চালাক। হয়তোবা ধরন ভিন্ন হতে পারে। নারী মুচকি হাসি দিয়ে চালাকি বোঝায়। আর পুরুষ বড় বড় কথা দিয়ে যেকোনো কাজ সমতা দিয়ে বুঝিয়ে থাকে।