এবিবি ফান প্রশ্ন- ৬২২ | চাচা আপন প্রাণ বাঁচা কিন্তু কেনো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

চাচা আপন প্রাণ বাঁচা কিন্তু কেনো ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 yesterday 

কারণ, চাচা বাঁচলে আপনি জোকস করে বলবেন, “চাচা তো বেঁচে আছেন—লাইফ ইনস্যুরেন্স বাঁচে না!” 😂

 yesterday 

চাচা আপন প্রাণ বাঁচা কিন্তু কেনো ?

কারণ চাচা না বাঁচলে তো চাচার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। তাহলে প্রেমিকার সাথে ডেটিংয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে 😂😂। মূলত নিজের লাভের জন্যই এই ডায়ালগ মানুষ দেয় আর কি 🤣🤣।

 yesterday 

এটাকে বলে নিজে বাচলে বাপের নাম! আপনি নিজেই সাতার জানেন না ; মাঝ নদীতে নৌকার উপরে বসে আছেন। নৌকা ডুবে গেলে আরেকজনকে বাচাঁবেন কিভাবে? আগে নিজে বাচঁলে তো আরেকজনকে বাচাঁবো!

 yesterday 

চাচা বাঁচলেইতো ভাতিজা বাঁচবে তাইতো চাচাকে বেঁচে থাকাটা জরুরি।

 yesterday 

চাচা আপন প্রাণ বাঁচা কিন্তু কেনো ?

এটা লোক মুখে প্রচলিত একটি বাক্য।যা কিছু স্বার্থন্বেষী মানুষদের ইঙ্গিত করে বলা হয়েছে।আর তা হচ্ছে,যে ব্যক্তিরা বিপদে পড়লে অন্যের চিন্তা না করে নিজের জীবন আর নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে।তাদেরকে উদ্দেশ্য করেই মূলত এই বাক্য বলা হয়।

 yesterday 

দিন দিন মানুষ যে হারে স্বার্থপর হয়ে যাচেছ তাতে তো চাচাকে আপন প্রাণ বাচাঁতেই বলা ভালো। এই স্বার্থের পৃথিবীতে নিজে বাচঁলে বাপের নাম। কারন এখন আর কেউ কারও কথা চিন্তু করে না। উপকার করেও ঘারে লাথি খেতে হয়। তাই তো সবাই বলে চাচা আপন প্রাণ বাঁচা।

 17 hours ago 

চাচা আপন প্রাণ বাঁচা" শুধু স্বার্থপরতার প্রকাশ নয়, বরং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় একটি বাস্তবিক সিদ্ধান্ত।

Soy de Venezuela, y no sé si el traductor es fiel a la frase:

Tío, te salvaste la vida, pero ¿por qué?

De acuerdo con mi interpretación, el "tío" puede ser cualquier persona, no necesariamente, se trata de un tío en verdad. Digo esto, porque, por ejemplo, en España se le dice "tío" a todo el mundo.

Deduzco que una persona que estaba en peligro luchó para salvarse, la pregunta es: ¿Por qué quieres seguir viviendo? o ¿Qué te hace querer vivir?

Esta es una pregunta muy interesante, pues a veces luchamos por vivir para no hacer nada productivo. Es decir, vivir por vivir ¿Tiene esto sentido? Desde mi punto de vista, no. Para mí, la vida significa algo más que respirar; es utilidad. Ser útil, aunque sea para regar y cuidar las plantas del jardín. Pero la vida debe estar conectada con un beneficio espiritual hacia nosotros mismos y hacia los demás. Sin embargo, a veces "los golpes duros de la vida", que nos deberían enseñar a vivir mejor, solo se convierten en una marca más de nuestra vida, y no en un hecho trans-formador de la existencia.

 yesterday 

কারণ চাচা বাঁচলে তবেই অন্যের সুনাম -দুর্নাম রটাতে পারবে এইজন্য।☺️☺️

 yesterday 

একেবারে সত্যি বলেছেন।

 yesterday 

চাচা আপন প্রাণ বাঁচা কিন্তু কেনো ?

কারন বেঁচে থাকলে বউ আর গার্লফ্রেন্ডের অভাব হবে না,হা হা হা।😁😆

 yesterday 

এটা কিন্তু খুব দারুণ ছিল।