এবিবি ফান প্রশ্ন- ৬০৭ | গরম ভাতে বিড়াল বেজার এই কথা বাস্তব নাকি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গরম ভাতে বিড়াল বেজার এই কথা বাস্তব নাকি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এইটাই সত্য গরম ভাতে বিড়াল বেজার আর ভালো কাজে খারাপ ব্যক্তি বেজার হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হ্যাঁ, কথাটা তো বাস্তব— গরম ভাতে বিড়াল সত্যিই বেজার। কারণ বিড়ালের জিভ পুড়ে গেলে তার রাগ কিন্তু সাত গুণ বেড়ে যায় 🤣🤣।
0.00 SBD,
2.78 STEEM,
2.78 SP
রেগে গেলে এবার বউয়ের উপর অত্যাচার করবে 😹।
একদম ঠিক বলেছেন ভাই 🤣🤣।
এটি গভীর অর্থবহ, লোক মুখে প্রচলিত একটি বাক্য।তবে এর অন্য অর্থ হচ্ছে,যারা দুশ্চরিত্রের অধিকারী বা অধিকারিণী বা যাদের অন্যায় পথে চলার অভ্যাস আছে,তারা ভালো কাজ বা সত্যকে সহ্য করতে পারেনা।এই অর্থেই এই বাক্যটি ব্যবহার হয়।
0.00 SBD,
2.77 STEEM,
2.77 SP
"হ্যাঁ, বিড়ালরা গরম ভাত দেখলে মুখ ফিরিয়ে নেয়—কারণ তারা ভাবে, 'এটা তো আমার জন্য নয়, এটা তো হিউম্যানদের জন্য মাইক্রোওয়েভ টেস্ট!' 😾"
0.00 SBD,
2.76 STEEM,
2.76 SP
খুব দারুণ কথা ছিল এটা 😂।
গরম ভাত খেয়ে বিড়ালের জিভ পুড়ে গেলে রাগ করবে না। জিভ পুড়ে গেলে বিড়াল মানুষের বাসায় চুরি করে খাবার খাবে কিভাবে?
0.00 SBD,
2.75 STEEM,
2.75 SP
হা হা হা 🤣। এটা একেবারে বাস্তব কথা।
এটা একদম সত্যি একটি কথা। এটার কারণ হচ্ছে ছেলে বিড়ালরা মনে করে গরম ভাতে মুখ দিলে জিভ পুড়ে গেলে তাদের বউ তাদেরকে ছেড়ে চলে যাবে। আর মেয়ে বিড়ালরা মনে করে তাদের জীভ পুড়ে গেলে তাদের কিউট মুখটা নষ্ট হয়ে যাবে🤣😂।
0.00 SBD,
2.74 STEEM,
2.74 SP
একেবারে সত্য কথা। উচিত কথা যখন গায়ে যেয়ে লাগে তখন সবাই বেশ ফুঁশে উঠে। মনে হয় যেন গায়ে ফসকা পড়েছে। তাই এমন বিষয় কে বিড়ালের গরম ভাত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
এটা সত্য,গরম ভাতে বিড়াল যেমন বেজার তেমন মানুষের স্বার্থে সত্য আঘাত করলেও ভালো লাগে না।
বাস্তবে বিড়াল ভাত পেলে খুশি হয়, তবে যদি ভাতটা গরম হয়, তখন সেটি খেতে গিয়ে বিড়াল অস্বস্তি বোধ করে বা খেতে পারে না। ঠিক এই বিষয়টিই রূপক অর্থে বোঝানো হয়েছে। অর্থাৎ, কখনো কখনো আমরা এমন সুযোগ বা সুবিধা পেলেও, সেটা আমাদের জন্য উপযোগী না হওয়ায় সেটি বেজার বা বিরক্তির কারণ হয়।
ধরেন আমি সব দিক দিয়ে গুছিয়ে এনেছি শুধু গার্লফ্রেন্ডকে ভালোবাসার কথাটা বলবো অমনি এক টাকলা মার্কা সরকারি চাকরি ওয়ালা আঙ্কেল এসে বিয়ের প্রস্তাব দিয়ে দিলো তখন কেমন লাগবে...? এটাই গরম ভাতে বিড়াল ভেজার,হে হে হে। 😅
খুব দারুণ বলেছেন কথাটা।
ভালো কাজে বিড়াল তো বেজার থাকবেই। কারণ সে তো চাই না গরম গরম ভাত খেয়ে কারো উপকার হোক। সে চাই ঠান্ডা ভাত খেয়ে সবার সুস্থ না থাকুক !