এবিবি ফান প্রশ্ন - ৫৫০ || এরেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কী....?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
এরেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কী....?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এরেঞ্জ ম্যারেজ হলো, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটি সাপ এসে আপনাকে কামড় দিলো।
আর লাভ ম্যারেজ হচ্ছে - আপনি সাপের সামনে গিয়ে বলতেছেন কাবাডি,কাবাডি...😁
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এরেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে একজন একাই একশ থাকে আর লাভ ম্যারেজের ক্ষেত্রে উভয়ই সমান-- একশ একশ।এটাই হচ্ছে পার্থক্য।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
মা বাবা বলে এই দেখো তোমার জন্য মেয়ে পছন্দ করে এনেছি
তুমি ভাবো বউ পছন্দ করার আগেই ইনভাইটেশন কার্ড ছাপিয়ে ফেলেছে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
এরেঞ্জ ম্যারেজে মা-বাবা বলে, “এইটাই তোমার জন্য ভালো।”
লাভ ম্যারেজে নিজেই বলে, “এইটাই আমার জন্য ভালো।”
শেষে দুইজনেই ভাবে, “ভুলটাই ভালো ছিল!” 😅
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
লাভ ম্যারেজে মানুষ আগে প্রেমে পড়ে, পরে বুঝে ফেলে ভুল করেছে।
এরেঞ্জ ম্যারেজে মানুষ আগে ভুল করে, পরে প্রেমে পড়ার অভিনয় করে!
লাভ ম্যারেজের ক্ষেত্রে বিয়ের আগে থেকেই মাইর খেতে হয় আর এরেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বিয়ের পর মাইর খেতে হয়।
ম্যারেজ বিষয়টা হলো শ্রোডিঙ্গারের বিড়ালের মতো। সাংসারিক জীবন দুই ক্ষেত্রেই ভালো কিংবা খারাপ হতে পারে। তার উত্তর বিয়ে করার আগে বলা যায়না। তা ভালোও হতে পারে, খারাপও হতে পারে।
লাভ ম্যারেজ হলো আপনি যেচে নিজের স্বাধীনতা হারালেন। এরেঞ্জ ম্যারেজ হলো সমসাময়িক পরিবেশ আপনাকে বাধ্য করেছে পরাধীন হতে।
দারুন বিশ্লেষণ ভাই। সহমত পোষন করলাম।
অ্যারেঞ্জ ম্যারেজে আপনি তিন বেলা বেশ ভালোভাবেই খাবার খেতে পারবেন😃। কিন্তু লাভ ম্যারেজে মাঝেমধ্যে পোড়া খাবার খেতে হবে শুধু এইটুকুই পার্থক্য😂🤣।
পোড়া খাবারও জুটে না, নিজে রান্না করে খেতে হয়,হা হা হা।
পার্থক্য একটাই। আপনার উপর রাজত্ব করবে কে এরেঞ্জ ম্যারেজে এটা পরিবার ঠিক করে আর লাভ ম্যারেজে আপনি হা হা।
নিজে নিজে পাকনামি করতে গিয়েই তো পরে ধরা খেতে হয় 🤣😂।
জনি ভাইয়ের আনসার শুনে হাসতে হাসতে শেষ!! আমারও তাই মনে হয়।
এরেঞ্জ ম্যারেজ হলো হঠাৎ এসে কেউ জুরে বসে। তবে বর্তমানে এরেঞ্জ ম্যারেজ কঠিন হয়ে যাচ্ছে। তবে যেহেতু মা বাবার পছন্দ বিয়েটা হয় এজন্য ভালো।
আর লাভ ম্যারেজ এ আগে থেকেই দুজনের পরিচয় থাকে। মানে সবকিছু তার চেনা! এতে হয় কি বিয়ের পরে ব্যবহার পরিবর্তন হলেই ঝগড়া শুরু! তার উপর বেশি কিছু করা যায় না। তবে একটা আক্ষেপ থাকে না, সেটা হচ্ছে ভালোবাসার মানুষকে না পাওয়ার। বর্তমানে লাভ ম্যারেজটা বেশি দেখা যায়।
ভাই দেখে শুনে সামনে পা দিবেন,হা হা হা।
জি ভাই,,,, হঠাৎ কামড় খাওয়া ভালো মনে হয় 😂😂
তেমন বেশি কিছু পার্থক্য নেই, শুধু অ্যারেঞ্জ ম্যারেজ করলে বউকে নিজের কন্ট্রোলে রাখা যায়🤠। আর লাভ ম্যারেজ করলে নিজে বউয়ের কন্ট্রোলে থাকতে হয়🤓😁।
বি:দ্র;- তাই লাভ ম্যারেজ হতে সাবধান।
ভাই সেরা উত্তর বলেছেন, হা হা হা।