এবিবি ফান প্রশ্ন- ৬১৪ || আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে কি করবেন?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

আপনাদের সবাইকে মিস করবো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 yesterday 

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আমরা কখনোই হারাতে চাই না, এমনটা ভাবতেও চাইনা কখনো।কারন মায়ের ভাষায় লেখার স্বাদ-ই আলাদা।

 yesterday 

আমার মন বলে, আমার বাংলা ব্লগ কমিউনিটি কখনো বন্ধ হবে না। কারণ শ্রদ্ধেয় দাদার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা এবং ভালোবাসা রয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে মনের দুঃখে ইস্টিমিট প্ল্যাটফর্ম থেকে চলে যাবো এইটা নিশ্চিত। তবে একটা স্বপ্ন বাস্তবায়ন করবো তা হলো সরাসরি দাদার সাথে দেখা করবো। কারণ আমি এই কমিউনিটির থেকেও দাদার মুখের কথার প্রেমে পড়েছি বেশি💞🩵💓 😁😁😁।

 yesterday 

আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে কি করবেন?

আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে সত্যিই খুব খারাপ লাগবে। কিন্তু আমার বিশ্বাস, দাদা কখনোই এবিবি কমিউনিটি বন্ধ করবেন না।

 yesterday 

আসলে এমনটা কখনো ভুল করেও চিন্তা করিনি তাই কি করবো না করবো সেটা নিয়ে কোন চিন্তাধারা নেই। তবে এতটুকু বলতে পারি কমিউনিটি কখনো বন্ধ হবে না, আর যেটা হবে না সেটা নিয়ে চিন্তা করার সময় কোথায়??

@abb-fun, this is such a fantastic initiative! I love the concept of ABB-Fun and how you're encouraging creative and humorous engagement within the Amar Bangla Blog community. Asking for funny, alternative answers to everyday questions is a brilliant way to spark imagination and bring smiles. The daily $10.00 reward is a great incentive!

The question "What will you do if Amar Bangla Blog Community closes?" is particularly engaging, I'm eager to see the imaginative responses it inspires. I'm confident this initiative will be a resounding success, fostering a fun and interactive environment for everyone involved.

Steemians, get your creative hats on, resteem this post, and let the fun begin! Let's see those witty and imaginative answers! শুভকামনা!

 yesterday 

আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে কি করবেন?

আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে যাবে, এটা আমি কল্পনাও করতে পারি না। এই বিষয়টা নিয়ে চিন্তা করলেই চোখে পানি চলে আসে। এই কমিউনিটি আমাদের সকলের ভালোবাসার একটি টুকরো। আর এই পৃথিবীতে ভালোবাসা শেষ হয় না।

 10 hours ago 

আসলে এটা কল্পনা করতেও খারাপ লাগে।

 yesterday 

আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে যাবে এটি চিন্তা করতে অনেক কষ্ট হয়। তবে সত্যি সবাইকে মিস করবে এবং এই কষ্ট কাউকে বলা যাবে না। আর এটি আমাদের জন্য বড় আঘাত হবে আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে।

 10 hours ago 

একেবারে ঠিক একটা কথা বলেছেন। আমিও এরকমটা মনে করি।

 yesterday 

এটা ভাবতেই কষ্ট লাগে যে এতটা ভালোবাসা, শ্রম আর সময় দিয়ে গড়ে তোলা একটি বাংলা ব্লগ কমিউনিটি একদিন বন্ধ হয়ে যেতে পারে। তবে বাস্তবতা হলো, সব কিছুই সময়ের স্রোতে পরিবর্তনশীল।এই কমিউনিটি হয়তো একদিন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু লেখালেখির প্রতি ভালোবাসা, মানুষের সঙ্গে অনুভবের সংযোগ, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা—এসব কখনোই হারিয়ে যাবে না। আমি নতুন পথ খুঁজে নেব, নতুন প্ল্যাটফর্ম খুঁজে নেব, নতুনভাবে আবার শুরু করব।

 yesterday 

দেখুন বর্তমান যুগে, বিশ্বস্ত মানুষ পাওয়া বড়ই কঠিন।সেই জায়গায় দাঁড়িয়ে দাদার সাথে দেখা না হয়েও এবিবির প্রত্যেক মেম্বারের তিনি বিশ্বাস অর্জন করেছেন। মোট কথা তিনি একজন বিশ্বস্ত মানুষ।এখন কথা হচ্ছে যে জিনিসের পিছনে বিশ্বস্ত মানুষ থাকে সেটা কখনও নষ্ট হয়না,থেকে যায়।অতএব এবিবি বন্ধ হওয়ার কোনো চান্স নেই।

 10 hours ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে গেলে কি করবেন?

আজ কয়েক বছরে যেন নিজের জীবনের সাথে এটি জড়িয়ে গিয়েছে। আমার বাংলা ব্লক মানেই নিজের খুব সুন্দর এবং বড় একটা পরিবার। যেটা কখনো হারাতে চাইনা। আর এটা কখনো ভাবতেও পারিনা। সবাইকে তাহলে প্রচুর মিস করবো।