এবিবি ফান প্রশ্ন- ৫৬৫ || যদি বৃষ্টির বদলে আকাশ থেকে টাকা পড়তো, আপনি কী করতেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি বৃষ্টির বদলে আকাশ থেকে টাকা পড়তো, আপনি কী করতেন?

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

আমি অনেক গুলো বিয়ে করে বউদের বলতাম বেশি বেশি টাকা কুড়াতে হবে 😁

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 days ago 

যদি আকাশ থেকে বৃষ্টির বদলে টাকা পড়তো, তাহলে প্রথমে একটা ছাতা নয় একটা বড় ব্যাগ নিয়ে বের হতাম! তারপর পরিস্থিতি বুঝে কিছু টাকা তুলে রাখতাম, আর বাকিটা দিতাম যাদের সত্যিকারের দরকার দারিদ্র্য ঘোচাতে, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে।

 4 days ago 

সত্যি ভাই আপনি যেন আকাশ থেকে বৃষ্টির বদলে টাকা পেয়ে থাকেন যাতে আপনার মহৎ উদ্যোগ গুলো সফল হয়।

 5 days ago 

এক হাতে ব্যাগ আরেক হাতে ক্যালকুলেটর
আজকের আয়: সকালে ১৫৬০০ টাকা, দুপুরে ৮০০০ টাকা, রাতে বউয়ের ঝাড়ি তুই টাকায় এত ব্যস্ত আমায় সময় দিস না।

 5 days ago 

আমার তো মনে হয় আরো বেশি টাকা পাওয়া যেত, কারণ বৃষ্টি একবার হলে তো আর থামেনা।

 5 days ago 

বৃষ্টির বদলে যদি আকাশ থেকে টাকা পড়তো তাহলে আকাশ মেঘলা হওয়ার সাথে সাথে সব জায়গায় জাল দিয়ে ফাঁদ পেতে রাখতাম।যাতে আমার ফাঁদ পাতা জালে সব টাকা আটকা পড়ে🤣🤣🤣।

 5 days ago 

দেইখেন আবার জালের ফাঁক দিয়ে যেন টাকা না বের হয়ে যায় 😁।

 5 days ago 

আপনি যতক্ষণে ফাঁদ পাতবেন ততক্ষণে অন্য কারো ফাঁদে আপনি নিজেই পড়ে যাবেন। তাই সাবধান। 🤣🤣

 5 days ago 

যদি বৃষ্টির বদলে আকাশ থেকে টাকা পড়তো, আপনি কী করতেন?

টাকার প্রতি আমার খুব একটা লোভ নাই 🫣। শুধু আমাদের জায়গায় টাকা পরলে সেগুলো নিয়ে নিব। আর নিজেদের জায়গা মেপে দাগ দিয়ে রাখবো যেন কেউ টাকা না নিয়ে যেতে পারে😃😁।

 4 days ago 

বুঝতে পারছি আপনার টাকা প্রতি লোভ নেই 😁😁।

 4 days ago 

আমার আবার অতো লোভ নেই জাস্ট একটা ট্রাক নিয়ে এসে টাকাগুলো বোঝাই করতাম হি হি হি হি।

 4 days ago 

জি আপু আপনার টাকার প্রতি কোন লাভ নেই শুধু ট্রাকের প্রতি লোভ বুঝতে পারছি।

 5 days ago 

আমি তো একটি ঝাড়ু ও বস্তা নিয়ে বের হতাম।তারপর দ্রুত ঝাড়ু দিয়ে বস্তা ভরে ফেলতাম আর মনে মনে বলতাম ঝরতে থাকো, ঝরতে থাকো।☺️☺️

 5 days ago 

যদি বৃষ্টির বদলে আকাশ থেকে টাকা পড়তো, আপনি কী করতেন?

আমিতো ছাতা ফেলে দিয়ে বড় বালতি নিয়ে ছুটতাম কারণ ছাতা দিয়ে টাকা ধরা যাবে না বালতিই ভরবো। এই টাকা দিয়ে পৃথিবীর সব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সমূহে ঘুরে বেড়াবো। মনের খুশিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো মনভরে।

 5 days ago 

বাড়ি,গাড়ি,নারী সব একসাথে নিয়ে আসতাম🤲

 5 days ago 

বৃষ্টির বদলে আকাশ থেকে টাকা পড়লে ছাতা উল্টোদিকে ধরতাম। যাতে সব টাকা ছাতার ভিতরে পড়ে। 😆

 5 days ago 

একেবারে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ😄।

 4 days ago 

ছাতা শক্ত করে ধরবেন আপু যাতে বাতাসে উড়ে না যায় 😁😁।

 5 days ago 

বৃষ্টির বদলে যদি আকাশ থেকে টাকা পড়ত, তাহলে তো পুরো দুনিয়ায় হুলুস্থুল কাণ্ড বয়ে যেত।

আমি কী করতাম? প্রথমেই একটা বিশাল চাদর নিয়ে ছুটে যেতাম বাইরে, যতটা সম্ভব চাদর বিছিয়ে টাকা গুলো জড়ো করার চেষ্টা করতাম।তারপর অবশ্যই পরিবার, বন্ধু-বান্ধব, আর দরিদ্র মানুষদের সঙ্গে ভাগ করে নিতাম।

 5 days ago 

আপনি চাদর নিয়ে যেতে যেতে অন্যরা সব টাকা কুড়িয়ে শেষ করে দিবে।

 4 days ago 

আমি হলে আপু সকলকে খবর দিয়ে দিতাম যে যা নিতে পারে। আমি যা পাই তার ভাগ অন্যজনকে দিব কেন?