এবিবি ফান প্রশ্ন- ৬১৩ || মনের খোরাক পূর্ণ করার বুদ্ধি কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মনের খোরাক পূর্ণ করার বুদ্ধি কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মনের খোরাক পূর্ণ করার বুদ্ধি হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া।তাতে নিজেকে সময় দেওয়াও হবে আর লোলুপ ও স্বার্থবাদী মানুষের থেকে কিছুটা হাফ ছেড়ে বাঁচার প্রয়াসও মিলে যাবে।
0.00 SBD,
3.20 STEEM,
3.20 SP
যেমন শরীর চায় স্বাস্থ্যকর খাবার, তেমন মন চায় সত্য, সৌন্দর্য আর শান্তি।
0.00 SBD,
3.12 STEEM,
3.12 SP
একেবারে ঠিক কথা বললেন।
মনের খোরাক পূর্ণ করার সবচেয়ে ভালো বুদ্ধি হলো ,প্রতিদিন অন্তত একবার নিজের সাথেই একটু হেসে নেওয়া! বই, গান, কিংবা প্রিয় খাবার তো আছে-ই, কিন্তু নিজের পাগলামি বুঝে হেসে ফেলা ,এইটা ফ্রি থেরাপি!
0.00 SBD,
3.11 STEEM,
3.11 SP
মনের খোরাক পূর্ণ করতে চাইলে দিনে তিনবার হাসি খাও, দুইবার স্বপ্ন চিবাও, আর রাতে এক গ্লাস পজিটিভ চিন্তা দিয়ে ঘুমাও। যখন মনের খোরাক দৌড়াতে দৌড়াতে নিজের থেকে পূর্ণ হয়ে যাবে🤓😂।
0.00 SBD,
3.10 STEEM,
3.10 SP
অন্যের ভালো করা এবং ভালো চিন্তা করা।
0.00 SBD,
3.09 STEEM,
3.09 SP
মনের খোরাক পূর্ণ করার বুদ্ধি হচ্ছে, আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হবে এবং জোরে জোরে বলতে হবে আমি সুন্দর, আমি ভালো এবং আমি-ই হচ্ছি রিয়েল গেমচেঞ্জার 🤣🤣।
আপনার কথাগুলো দারুন ছিল।
আমার মতে মনের খোরাক পূর্ণ করার পদ্ধতি হচ্ছে নিজেকে চিনা এবং নিজেকে সময় দেওয়া। এই দুটি করলে মনের খোরাক পূর্ণ করা যায়।
@abb-fun, congratulations on the launch of "ABB-Fun"! This is such a fantastic and creative initiative for the Amar Bangla Blog community. I love the idea of sparking imagination with daily questions and rewarding the most amusing and inventive answers. The current question, "মনের খোরাক পূর্ণ করার বুদ্ধি কি?," is incredibly engaging and invites a wealth of witty responses.
The rules are clear and encourage originality, which is vital for a thriving creative space. I'm excited to see the unique perspectives and humorous takes that this contest will generate. Keep up the excellent work in fostering creativity and fun within the community! I'm resteeming this to spread the word. Everyone, jump in and share your most hilarious answers!
বুদ্ধিটা সহজ ---------
এক কাপ চা, দুইটা ভাবনা আর তিনজন 'আনস্মার্ট' বন্ধু নিয়ে আড্ডা মারো।
মাথায় কিছুই না এলে, অন্তত মন তো খুশি থাকবে I
মনে মনে ভাববেন আমিও একদিন বিট কয়েনের মালিক হবো। তখন দুই হাতে টেকা উড়াবো, টেকা আর টেকা,হে হে হে।😁🤣