এবিবি ফান প্রশ্ন- ৬১২ || প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
প্রেমে পড়লে সবাই নাকি ডুবে ডুবে জল খায়, তাই জানতে ইচ্ছা করে ডুবে না খেয়েও তো অন্য ভাবে খেতে পারে। আপনাদের মতামত কি জানতে ইচ্ছে করছে? আশা করি আপনাদের মতামত অনেক মজার হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ডুবে ডুবে জল খায় না,বরং রোজ চ্যাটে এই ঘুমাওনি? বলে জ্বালায়🤣🤣।
হা হা হা 🤣🤣। বেশ ভালোই বলেছেন।
প্রেমে পড়লে মানুষ ডুবে ডুবে জল খায় কী না জানি না তবে নিয়মিত গার্লফ্রেন্ডের কাছে মাইর খায় এটা শিওর 🙂
না মানে চোখের সামনে যেটা দেখছি সেটাই বললাম।
তার মানে আপনি প্রতিদিন মাইর খেয়ে থাকেন গার্লফ্রেন্ডের কাছ থেকে।
প্রেম হচ্ছে একটা দুঃখের কুয়া, এখানে কেউ জল খায় না,সবাই দুঃখ খায় ডুবে ডুবে।
প্রেমে পড়লে মানুষ শুধু ডুবে ডুবে না, পার্কে বসে, রেস্টুরেন্টে গিয়ে, সিনেমা হলে গিয়েও জল খায়। যারা যেখানে শেইফ মনে করে,হে হে হে।😂
এই বিষয়ে খুব অভিজ্ঞ মনে হচ্ছে 😃।
এটা হলো আবেগী মনের বহিঃপ্রকাশ মাত্র।তবে সত্য হচ্ছে এটাই যে'ই প্রেমে ঢুকবে সে'ই মানসিকভাবে অসুস্থ হবে।
সুতরাং এসব মিছেমিছি প্রেম ভালোবাসা থেকে সাবধান থাকুন।সুস্থ থাকুন।
ঠিক বলেছেন সাবধান থাকাই ভালো।
অনেকে তো প্রেমে পড়ে এমন ডুবে যায় যে জল নয়, একেবারে ভাসতে ভাসতে Titanic এ উঠার চেষ্টা করে। শেষে ডুবে যায় কারেন্ট চলে গেলে WiFi অফ হলে😂😆।
বি:দ্র:- তাই ওয়াইফাই না চালিয়ে mb কেনা শুরু করুন 😁।
প্রেমে পড়লে কেউ কেউ এত ডুবে যায় যে জল খেতে খেতে পুকুরের মাছও চিন্তা করে, এই ব্যাটা কি গার্লফ্রেন্ডের চাপে পড়ে আমাদের মেরে ফেলার চিন্তা করছে নাকি🤓😆।
এটা আগে হতো। এখন কেউ আর ডুবে ডুবে জল খায় না। সকলের সামনেই গর্বের সাথে দেখায় যে সে প্রেম করছে।
@abb-fun, this is such a fantastic initiative! I love the concept of "ABB-Fun" and how it encourages creative and humorous responses to everyday questions. The idea of rewarding participants with votes is a great way to boost engagement within the community.
The question "When in love, why do people drink water secretly?" is wonderfully quirky and sets the stage for some hilarious and imaginative answers. I appreciate the clear guidelines for participation, ensuring everyone can contribute in a fun and respectful manner.
This is exactly the kind of lighthearted and engaging content that makes the Steemit community so vibrant! I'm excited to see the creative responses people come up with. Resteemed and upvoted! Keep up the excellent work in fostering fun and creativity within the Bangla community!