এবিবি ফান প্রশ্ন- ৫৫২ |ব্যবসা এর চেয়ে মানুষ কেনো ...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ব্যবসা এর চেয়ে মানুষ কেনো চাকরিকে বেশি প্রাধান্য দেয়?যেখানে ব্যবসাতে সফলতা পাওয়ার চান্স বেশি।

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার আসলে মনে হয় মানুষ এর চাকরির পদবী নিয়ে একটা ফেসিনেসন আছে!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 7 days ago 

চাকরি হলো এক প্লেট বিরিয়ানি, যেখানে মাংস কতটুকু থাকবে তা বস ঠিক করে। আর ব্যবসা হলো নিজে রান্না করা বিরিয়ানি—ঝাল-মশলা, মাংস সব নিজের ইচ্ছামতো, কিন্তু রান্না ভালো না হলে খাওয়ার বদলে হজমের ওষুধ লাগে!

 7 days ago 

খুবই সুন্দর কথা বলেছেন ভাই।

 7 days ago 

আমি বুঝি না কেন দেয়! মানুষ নিজের একটা ব্যবসা দাড়ঁ করাবে সেটা না করে অন্য জায়গায় চাকরি খোজার জন্য ব্যস্ত হয়ে পরে। ব্যাপারটা এমন হয়েছে আমাদের মানসিকতার জন্য। ছোটবেলা থেকেই এইবলে বড় করা হচ্ছে যে, " আগে ভালো পড়াশোনা করে চাকরি করে, নিজের পায়ে দাড়ায়ও। " কেউবলে না ব্যবসা করো। অথচ ব্যবসাতে লাভ বেশি, নিজের একটা ভেল্যু সৃষ্টি হয়।

 7 days ago 

ব্যবসা করার জন্য ঝুঁকি নিতে হয়। ব্যবসা সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। মোদ্দা কথা, ব্যবসার সকল দায়ভার নিজের কাঁধে থাকে। চাকুরিতে সেই সম্ভাবনা কম। এজন্য যাদের রিস্ক নেয়ার সুযোগ বা সাহস থাকেনা, তারাই চাকরি করে। দূর্ভাগ্যবশত, এই ধরণের মানুষের সংখ্যাই বেশি।

 7 days ago 

চাকরি তারাই পছন্দ করে যারা জীবনে ঝুঁকি নিতে ভয় পায়, বা যাদের টাকার অভাব। মোটকথা ব্যবসাতে ঝুঁকি থাকে, লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। আর চাকরিতে মাস গেলেই নিশ্চিত একটা সেলারি পাওয়া যায়। যার ফলে মানুষ ঝুঁকি নিতে প্রস্তুত নয় তাই চাকরিতেই বেশি অভ্যস্ত।

 7 days ago 

আসলেই এটা একদম সত্যি।

 7 days ago 

ব্যবসাতে সফলতা পাওয়ার চান্স বেশি৷ তারপরেও মানুষ ব্যবসা থেকে চাকরিকে বেশি প্রাধান্য দেয়, তার কারন হলো কোনরকম মামা খালুর জোরে একটি সরকারি চাকরি পেয়ে গেলে আরো কোন টেনশন নেই। তখন বাসায় বসে বসেই সেলারি পাওয়া যায়। তার থেকে বড় কথা হলো চাকরিতে ঘুষের টাকা পাওয়া যায়,হা হা হা।😁

 7 days ago 

এটা একদম ঠিক বলেছেন😅😁😃।

 7 days ago 

জি ভাই, মামা খালুকে দিয়ে একটা চাকরি পেলেই হয়। তখন টাকা শুধু আসতে থাকে।

 8 days ago 

কারন ব্যবসা এর চেয়ে চাকরিতে সম্মান বেশি,যেখানে আত্মমর্যাদার বিষয় উঠে আসে।যেটা সবাই করতে পারে না কিন্তু ব্যবসাটা শিক্ষিত থেকে শুরু করে মূর্খ যে কেউ-ই করতে পারে।এইজন্য মানুষ ব্যবসার থেকে চাকরিকে বেশি প্রাধান্য দেয়।

 7 days ago 

আমি এ বিষয়ে একমত নই। বেশির ভাগ মানুষই আত্মমর্যাদা দেখানোর মত পর্যায়ে যেতে পারেনা চাকরি ক্ষেত্রে। যাইহোক, আপনার মতামতকে আমি সম্মান জানাই।

 7 days ago 

আত্মমর্যাদা দেখানোর মত পর্যায়ে যেতে পারুক আর নাই পারুক সেটা পরের বিষয় কিন্তু বরাইটা তো আগে করতে পারে ভাইয়া।

 7 days ago 

হাহাহা। তা ঠিক বলেছেন।

 7 days ago 

হাহাহা। তা ঠিক বলেছেন।

 7 days ago 

চাকরিতে নিয়মিত মাসিক আয় থাকে, যা অনেকের কাছে নিরাপত্তার প্রতীক। ব্যবসায় শুরুতে আয় অনিশ্চিত থাকে ক্ষতির ঝুঁকি থাকে।

 7 days ago 

চাকরিতে নিরাপত্তা, নিয়মিত আয় ও ঝুঁকি কম থাকে, তাই অনেকেই সেটাকে প্রাধান্য দেয়। অথচ ব্যবসায় স্বাধীনতা ও সফলতার সম্ভাবনা বেশি থাকলেও ঝুঁকি ও অনিশ্চয়তা থাকার কারণে সবাই সাহস করে না।

 7 days ago 

আপনার কথা শতভাগ বাস্তব।

 4 days ago 

অশেষ ধন্যবাদ 🙏

 7 days ago 

চাকরিতে ব্যর্থতার ঝুঁকি তুলনামূলকভাবে কম। ব্যবসায় শুরুতে ব্যর্থ হওয়াটা স্বাভাবিক হলেও অনেকে এটাকে মানসিকভাবে নিতে পারেন না। আত্মসম্মান বা সামাজিক মূল্যবোধের চিন্তা করে তারা চেষ্টা করেই না।

 7 days ago 

সম্মানের জায়গা থেকে ব্যবসা থেকে চাকরির গুরুত্ব সবাই বেশী দিয়ে থাকে।একজন মা তার মেয়ের জন্য পাত্র খুঁজতে গেলে ব্যবসায়ীর চাইতে বড় কোন চাকুরী করে এমন ছেলেকেই মেয়ে জামাই হিসেবে বেশী প্রাধান্য দিয়ে থাকে।ব্যবসা স্বাধীন বলে আজকাল অল্প শিক্ষাগত যোগ্যতায় ও ব্যবসা করা যায়। কিন্তু কোন চাকুরীর ক্ষেত্রে তা সম্ভব নয়।অতএব,শিক্ষা ও সম্মান দুটোই দরকার।