এবিবি ফান প্রশ্ন- ৬৫২ || সবার ভিতরে এতো জিতে যাওয়ার আগ্রহ কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সবার ভিতরে এতো জিতে যাওয়ার আগ্রহ কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হার না মানার আসল পরিচয় হচ্ছে জেতা। আর প্রতিটি মানুষ চাই প্রতিটি ক্ষণে ক্ষণে জিতে। কারণ যে তার মধ্যে আনন্দ আছে। আর জিততে পারলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
0.00 SBD,
3.38 STEEM,
3.38 SP
আসলে প্রতিটি মানুষ জিততে চাই। কারণ জিতার মধ্যে বেঁচে থাকার আনন্দ এবং খুশি লুকিয়ে থাকে। আর জিততে পারলে মানুষের জীবনে পরিবর্তন হয়ে যায়।
0.00 SBD,
3.37 STEEM,
3.37 SP
মানুষের স্বভাবতই সাফল্যের প্রতি আকর্ষণ থাকে, কারণ জেতা মানে নিজের পরিশ্রম ও দক্ষতার স্বীকৃতি পাওয়া।
জিতলে আত্মবিশ্বাস বাড়ে, সামাজিক মর্যাদা মেলে এবং অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধাও পাওয়া যায়।
তাই প্রাকৃতিকভাবেই সবাই জেতার জন্য এত আগ্রহী হয়ে ওঠে।
0.00 SBD,
3.36 STEEM,
3.36 SP
কারণ জেতার ভেতরেই মানুষ নিজের পরিশ্রমের ফল আর সাফল্যের স্বাদ খুঁজে পায়।
0.00 SBD,
3.35 STEEM,
3.35 SP
😆কারণ হারলে তো কেউ বলবে না
ভাই তুই হেরেছিস বলে আমি তোকে কেক খাওয়াবো। জেতার নেশা আছে কারণ সবাই ভাবে জিতলেই নায়ক হারলেই ন্যাকামো।
কারন সবাই আত্মবিশ্বাসী হতে চায় নিজের প্রশংসা শোনার মাধ্যমে,তাই সবার ভিতরে জিতে যাওয়ার আগ্রহ কাজ করে।
কারন হেরে গেলে প্রমিকার সামনে মুখ দেখানো যায় না আর ভাবীদের সামনে যাওয়া যায় না,হে হে হে।😁😅