এবিবি ফান প্রশ্ন- ৬৩৮ || হাতির কান কুলার মতো কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
হাতির কান কুলার মতো কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে হয়, শরীরে হাওয়া দিয়ে ঠান্ডা করার জন্য।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হাতির শরীর অনেক বড় তাই শরীরের ভেতরে প্রচুর তাপ জমে যায়। এই অতিরিক্ত তাপ বের করার জন্য হাতির কান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাহ্, বেশ ভালো বলেছেন।
কুলার মতো বলেই তো,গরম লাগলে হাতি কান নেড়ে বলে, আমি নিজেই কুলিং সিস্টেম 🤣🤣।
এটা একেবারে ঠিক একটা কথা। আমিও এটাই মনে করি।
হি হি,দারুণ বলেছেন ভাইয়া।
হাতির কান কুলার মতো, কারণ হাতিরা এসি কেনার মতো ধনী না। তাই প্রাকৃতিক কুলার নিয়েই ঘুরে বেড়ায় 🥶🪭।
হি হি, সুন্দর বলেছেন।
হাতির কান কুলোর মতো কারন হাতি তার যাত্রা পথে কোন কিছুই পছন্দ করে না। তাদের পরিস্কার করার জন্যই কান কুলোর মতো।
আমাদের ছবি আঁকার সুবিধার জন্য। কেবল হাতির কান আর শূঁড়ের ছবি আঁকলেই হয়, পুরো হাতি আঁকা লাগেনা।
আমার কাছে মনে হয় হাতির কান শুধু শুনার জন্য নয়। বরং তাপ নিয়ন্ত্রণ করার বড় অসাধারণ উপায়। যাহা হাতির শরীর ঠান্ডা রাখার জন্য বড়ই নিয়ন্ত্রণ।
আশে পাশে দুইতিন বাড়িতে তার নামে কি কি কুটনামি হচ্ছে সব কিছু যেন শুনতে পারে,হে হে হে।
আমরা সাধারণত ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে শত্রু বিদায় করি।আর হাতির হাতের তুলনায় ঝাঁটা অনেক ছোট হবে।সেজন্য হাতির এমন সুন্দর কুলোর মত কান রয়েছে।যাতে হাতি তার সুন্দর কুলোর মতো কান দিয়ে বাতাস করে শত্রুকে উড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারে 😂😂😂😂।
প্রাকৃতিক AC গরম পড়লেই কান দু’টো 120 RPM এ ফ্ল্যাপ ফ্রি কুলিং!
হাতি যদি গান শুনতে চায়, তখন ওই কান দিয়েই পুরো জঙ্গলের সাউন্ড সিস্টেম চালায়। বেজে ওঠে,ঢুম ঢুম ধামা ধাম!