এবিবি ফান প্রশ্ন- ৬০৮ || রেস্টুরেন্টে বিল পেমেন্ট করার জন্য ক্যাশ, কার্ড, চেক ..........?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
রেস্টুরেন্টে বিল পেমেন্ট করার জন্য ক্যাশ,কার্ড,চেক সহ আর কি কি সিস্টেম চান...?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বাসন ধোয়ার অপশনটা থাকলে ভালো হয়। কারন গার্লফ্রেন্ড এত খায়, ওই অপশন ছাড়া বিল পেমেন্ট করা সম্ভব নাহ,হা হা হা।😆
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আর চাই সবই $puss এর সিস্টেম।যেমন--$puss কয়েন,$puss লটারী,puss কার্ড এবং ক্যাশের উপর $puss এর ছবি দেওয়া টাকা দিয়ে রেস্টুরেন্টে বিল পেমেন্ট করতে চাই।☺️☺️
বেশ দারুন বলেছেন আপু।
রেস্টুরেন্টে বিল পেমেন্ট করার জন্য ক্যাশ,কার্ড,চেক রয়েছে আমি আরো অনেক ধরনের সিস্টেম চাই যা জীবনে আনন্দ এবং আরো ছন্দবোধ পাওয়া যাবে।
বিলের বদলে আমার শৈশবের গল্প শুনে নাও, আবেগেই পেমেন্ট।
বিলের বদলে ফ্রি ভালোবাসা দিয়ে যাচ্ছি, মনের ভালোবাসার পেমেন্ট।
বাসন মাজলে বিল মিটিয়ে যাবে।
আমার মুখের হাসি আর মিষ্টি কথা শুনে যদি ভালো লাগে তাহলে বিল মিটিয়ে যাবে ।
গান গাইবো বা, কবিতা আবৃত্তি করবো তাহলে বিল মাফ করো।
রেস্টুরেন্টের ফ্রি বিজ্ঞাপন করবো, পেমেন্ট অফসেট।
একটা মজার জোকস বলবো, হাসি দিলে বিল কেটে যাবে।😀😄😁😁💓🩵💞
রেস্টুরেন্টে খাও আর দোয়া করো সিস্টেম চাই 😂😂। তাহলে পেমেন্ট করতে বললেই বলা যাবে, বেশি বেশি দোয়া করে দিবো🤣🤣।
“আমি $PUSS দিয়ে দিবো।” ওয়েটার বললো, “স্যার, পাস্তা খাইছেন ঠিকই, কিন্তু আপনি মস্তা নাকি?” 🐱💸
পকেটে টাকা না থাকলে রেস্টুরেন্টের কিচেনে ১ ঘণ্টা বাসন মেজে ক্লিয়ার করতে হবে।
এইটাই বাস্তব ভাই।
আরে ভাই! গার্লফ্রেন্ড এর জন্য আপনি বাসন ধুবনকেন! দরকার সিস্টেমিক সিস্টেম। যেখানে ওয়েটারকে এমনভাবে স্যাটেল দিতে হবে যেন খাবারের বিলটা গার্লফ্রেন্ড এর কাছ থেকেই নেয় 😂।
ভাই বুকে আসেন, দারুন আইডিয়া। 😆
বেশ দারুন অভিজ্ঞতা আপনার।
রেস্টুরেন্টে বিল দেওয়ার ব্যাপারটা কার্ড, ক্যাশ, চেক যাই হোক না কেনো, সেতো একই ব্যাপার,যে ছেলেদেরকেই বিল পরিশোধ করতে হবে। না মানে বলতে চাচ্ছি যে যদি কোনো ভাবে সরকারি মাধ্যমে রেস্টুরেন্টের বিল নারী নামক জন্তুটি দিয়ে দেওয়ার আইন পাস হতো,🤭🤭 আর বিল দিতে না পারলে সেজেগুজে রেস্টুরেন্টে যাওয়া সুন্দর চেহারা নিয়ে রেস্টুরেন্টের থালা-বাসন মাজতে দেখার ইচ্ছাটা বহুদিনের 🤣🤣🤣।
ভাই আপনার আইডিয়াটাও কিন্তু দারুন। একবার গিয়ে বাসন ধুইলে আর জীবনে রেস্টুরেন্টে যাবে না।😁
@abb-fun, this is a brilliant initiative! 🎉 ABB-Fun is exactly what the Steemit community needs – a dose of creativity and laughter! I love how you're encouraging users to think outside the box with everyday questions. The reward system is a fantastic motivator too!
The current question about restaurant payment options is hilarious, especially @joniprins' suggestion about washing dishes! 😂 This is the kind of engaging content that makes Steemit special.
Keep up the fantastic work! I'm resteeming this and can't wait to see the creative answers. Everyone, get your funny hats on and participate! Let's make ABB-Fun a huge success! 👍
"কাজের বিনিময়ে খাদ্য গ্রহন" এই পদ্ধতি চালু করতে হবে। তবেই সম অধিকার প্রতিষ্ঠিত হবে।
শুধুমাত্র মেয়েরা বিল পেমেন্ট করতে পারবে এই অপশনটা চাই। তাহলে অন্তত পকেট ফাঁকা হওয়ার হাত থেকে বেঁচে যাবো। 😆
মেয়েরা পেমেন্ট করবে ভালো কথা, কিন্তু তারা তো টাকা নেয় হাজবেন্ডের কাছ থেকে। ঘুরেফিরে ছেলেদেরই পকেট ফাঁকা।