এবিবি ফান প্রশ্ন- ৫৫৯ | অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো নয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো নয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
"স্বপ্ন অবশ্যই দেখা উচিত, কিন্তু অতিরিক্ত স্বপ্ন বাস্তবতাকে আড়াল করে। যে স্বপ্ন কাজের অনুপ্রেরণা দেয়, সে-ই প্রকৃত স্বপ্ন; আর যে স্বপ্ন শুধু বিভ্রান্ত করে, তা জীবনের পথ হারিয়ে ফেলে। তাই স্বপ্নকে হতে হবে যত্নের বীজ, অবাস্তবের মরীচিকা নয়।"
অতিরিক্ত স্বপ্ন দেখলে ব্রেন বলে ভাই, আমি তো সিনেমা হল না, একটু আরাম করতে দে।
অতিরিক্ত স্বপ্ন দেখলে সমস্যা আছে ভাই! ঘুম ভাঙার পর দেখা যাবে, স্বপ্নে লটারিতে কোটি টাকা পেলেও আসলে তো মোবাইলের ব্যালান্সই শূন্য। তাই স্বপ্ন কম দেখা উচিত, নইলে ধোঁকা খাওয়ার চান্স বেশি😜
স্বপ্ন দেখা ভালো তবে অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো নয়। অতিরিক্ত স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না। বিভিন্ন কাজে বাঁধাগ্রস্থ করে। তাছাড়া অতিরিক্ত স্বপ্ন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সফলতার জন্য স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে হবে নির্দিষ্ট লক্ষ্যে। আমি মনে করি অতিরিক্ত স্বপ্ন না দেখে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প করে এগিয়ে যাওয়া উচিত প্রতিটি কর্মক্ষেত্রে।
অতিরিক্ত স্বপ্ন দেখলে হাউমাউ করে কাঁদতে হয় কারণ স্বপ্নগুলো পূরণ হয় না।
এটা ঠিক কথা বলেছেন আপু।
অতিরিক্ত স্বপ্ন দেখলে স্বপ্নের যুগে ডুবে যাবে এবং বাস্তবতাকে ভুলে যাবে। তাই অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো নয়।
কারণ অতিরিক্ত কিছু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।তাই অতিরিক্ত স্বপ্ন দেখতে দেখতে একবার সেই স্বপ্নের দেশে চলে গেলে আর কখনোই ঘুম ভাঙবে না।তখন জেগে দিবা স্বপ্নও মনে হবে রাতে দেখা☺️☺️..
কথায় বলে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। আর সেই জন্যেই অতিরিক্ত স্বপ্ন দেখলে সব স্বপ্নগুলো একত্রে মারামারি শুরু করে দিবে। তখন আর কোন স্বপ্নই পূরণ হবে না। তাইতো অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো না।
কাউকে বেশি খাওয়ালে যেমন বমি করে দেয়, তেমনি অতিরিক্ত স্বপ্ন দেখাও বলো নয়😃🙂।
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সেটা হতে পারে অতিরিক্ত খাওয়া, স্বপ্ন, ঘুম ইত্যাদি ইত্যাদি। কারণ এই অতিরিক্ত স্বপ্ন দেখলে সেটা যদি ভেঙে যায় তাহলে আপনি নিজেই ভেঙে যাবেন। তিলে তিলে শেষ করে দিবে। এজন্য যতটুকু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা ভালো।