এবিবি ফান প্রশ্ন- ৫৬০ |আপনি যদি একদিনের জন্য অদৃশ্য ...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারেন, তাহলে কী করবেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো চুপিচুপি সব বন্ধুদের বাসায় গিয়ে শুনবো তারা আমার সম্পর্কে কী বলে,হাহাহা!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 8 days ago 

আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারেন, তাহলে কী করবেন?

আমি আমার পরিচিত এবং সকল প্রিয়জনদের ভবিষ্যৎ দেখবো। কারা জান্নাত এবং জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তাদেরকে বলবো আমাকে ছাড়া যেন না যায় জান্নাতে। আর যারা জাহান্নামে যাবে তাদেরকে চেষ্টা করবো জাহান্নাম থেকে ফিরিয়ে এনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীর সব কিছু করা সম্ভব তবে জান্নাত বা, জাহান্নামে কে যাবে তা দেখা সম্ভব নয়‌। তাই এই সুযোগটি কোনভাবে মিস করতে চাই না আমি।

 9 days ago 

যদি আমি একদিনের জন্য অদৃশ্য হতে পারি, তাহলে আমি হয়তো মানুষের ব্যক্তিগত মুহূর্তের ভেতর না গিয়ে বরং এমন জায়গাগুলোতে যেতাম যেখানে সাধারণত প্রবেশ করা যায় না যেমন, বিজ্ঞান গবেষণাগার, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র, কিংবা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এতে করে আমি মানুষের অজানা জ্ঞান, ইতিহাস, আর প্রযুক্তির ভিতরের দিকগুলো আরও ভালোভাবে বুঝতে পারতাম কোনো ক্ষতি বা অনুপ্রবেশ ছাড়া।

 9 days ago 

একদিনের জন্য অদৃশ্য হলে বিয়ে করে নিতাম, পাত্রীকে বলতাম, আমিই তোমার স্বামী! তারপর সব মিষ্টি কথা বলার পর সোজা পালিয়ে যেতাম! 😂

 9 days ago 

যদি আমি একদিনের জন্য অদৃশ্য হতে পারি তাহলে শত্রুদের ধারে গিয়ে শুনবো আমার সম্পর্কে তারা কি বলে।তারপর ফোন দিয়ে ভিডিও করবো নয়তো রেকর্ড করে নেব যাতে পরবর্তীতে প্রমাণে কোনো ত্রুটি না থাকে।☺️☺️

 9 days ago 

আসলে সবকিছুর প্রমাণ রাখা দরকার।

 9 days ago 

☺️☺️

 8 days ago 

বাহ বেশ ভালো তো আপু।

 8 days ago 

যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারি, তাহলে সোজা এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে হাজির হবো ,
একদম বর-কনের মাঝে দাঁড়িয়ে থাকব, কেউ আমাকে দেখতেই পারবে না হা হা হা। পরবর্তীতে ওর কানের পাশে গিয়ে বলব ভুল মানুষকে বিয়ে করছিস আবার

 9 days ago 

একদিনের জন্য অদৃশ্য হতে পারলে আমি প্রথমে ঢুকে যেতাম ব্যাংকের ভিতরে not টাকা চুরি করতে না, শুধু দেখতাম আসলে টাকাগুলো কোথায় থাকে। তারপর যেতাম প্রেসিডেন্টের মিটিংয়ে, টেবিলের নিচে বসে ফিসফিস করে বলতাম, এই ফাইলটা বাদ দিয়া দাও, এতে রসগোল্লার উপর ট্যাক্স আছে।

 9 days ago 

আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারেন, তাহলে কী করবেন?

বাচ্চাদের সাথে লুকোচুরি খেলব – কিন্তু কেউ আমাকে খুঁজে পাবে না, কারণ... আমি অদৃশ্য! 😜

 9 days ago 

আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারেন, তাহলে কী করবেন?

তাহলে তো আমি সবাইকে ভয় দেখিয়ে মজা নিতাম। হা হা হা 🤣🤣। এর ফলে সবাই আমাকে অনেক ভয় পেত। আমি নিজেকে তখন ভূত দের রানী মনে করতাম🫣🤠।

 9 days ago 

শেষ বিকেলে কোনো রেস্টুরেন্টে ঢুকে সবার প্লেট থেকে একটু একটু করে মজার খাবার খেতাম বুঝবেই না কে খেলো! আর রাতের বেলা চাঁদের আলোয় একটা নীরব পার্কে বসে ভাবতাম, এই যে অদৃশ্য হয়ে এত কিছু করলাম, তবু যাকে মনের কথা বলতে চাই, সে-ই তো বুঝল না!

 9 days ago 

একদম সিম্পল ব্যাংকের লকারে চলে যাবো হি হি হি

 9 days ago 

সুযোগে সৎ ব্যবহার 😁।