এবিবি ফান প্রশ্ন- ৩২৪ || ডালের মজা তলে কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রশ্নঃ ডালের মজা তলে কেন?

প্রশ্নকারীঃ

@maksudakawsar

প্রশ্নকারীর মতামতঃ

ভাইরে শত চেষ্টা করে এর কোন উত্তর আমি পাইনি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ডালের মজা তলে কেন?

ডাল মূলত অনেক বেশি রাগী 😡। সে তার রাগের কারণেই মূলত ভেসে উঠতে পারে না। পানির নিচেই থেকে যায় তাকে যত কিছুই করা হোক না কেন। কোন কিছু দিয়ে নাড়াচাড়া করলেও শেষ পর্যন্ত নিচেই নেমে যায়।

 2 years ago 

হাহাহা🤣🤣

 2 years ago 

ডালের তো পানির সাথে ভাব ভালো না। যার কারনে যতই নাঁড়াচাড়া করা হোক ডাল কিন্তু চুপচাপ তলায় গিয়ে বসে থাকে। আর এজন্য ডালের মজাটা তলায়ই থাকে।

 2 years ago 

আসলেই আপু ডালের সাথে পানির ভাব ভালো না তাই নাড়াচাড়া করা হলেও ডাল নিতে গিয়ে চুপচাপ বসে থাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ডালের মধ্যে যে পুষ্টি থাকে সেই পুষ্টি খুবই চালাক পানির তলদেশে পালিয়ে থাকে সেজন্য ডালের মজা তলদেশে। 🤩🤩

 2 years ago 

অনেক ভালো বলেছেন আসলেই অনেক বেশি চালাক সে জন্যই ধরা দিতে চায় না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও বন্ধু তুমি কিন্তু বেশ দারুন বলেছো। ডালের আসল পুষ্টিগুণ তো নিচেই থাকে এটা তো বুঝতে হবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন ডাল পানির তলদেশে গিয়ে পালিয়ে থাকে। আর তাকে খোঁজার জন্য তল দেশ পর্যন্ত যেতেই হবে।

 2 years ago 

ডালের মজা তলে কেন?

আমার তো মনে হয় ডাল একটু গম্ভীর টাইপের। গম্ভীর টাইপের মানুষগুলো যেমন সবার সাথে মিশতে পছন্দ করে না। আর ঠিক তেমনি ডালও উপরে থাকতে পছন্দ করে না। ডালের আবার পানির সাথে ঝামেলা হয়েছিল অনেক আগেই। তাইতো ডাল পানি দেখলেই তলে চলে যায়।

 2 years ago 

মজা পাইলাম আপু।

 2 years ago 

ডাল হচ্ছে বাঙালি খাবার, আর বাঙালি তেল দেওয়া এবং নেওয়া দুইটাই পছন্দ করে। তাই বাঙালির সাথে তাল মিলিয়ে ডালের মজা তেলে হয়।হা হা😂😂

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাঙালিরা তেল যেমন পছন্দ করে তেমনি ডাল পছন্দ করে। তাইতো তার মিলিয়ে ডালের মজা খোঁজে।

 2 years ago 

একদমই আপু।বাঙালি বলে কথা

 2 years ago 

ডালের মজা যতই তলে থাক না কেন তাকে উপরে উঠতেই হয়। চামচ দিয়ে নাড়া দিলেই সে মিশে যায় সর্বত্রই। কেউতো আর ডালের পাতিলের ভেতর অক্সিজেন নিয়ে নেমে তলের ডাল সংগ্রহ করে না যেমন করে ডুবুরিরা সমুদ্রের তলদেশে গিয়ে মণিমুক্তা আহরণ করে।😜 তাই বলা যায় ডালের মজা তলে হলেও উপরের পানি ছাড়া উপায় নাই।☺️

 2 years ago 

কারন ডালের উপরে পাতলা জল থাকে আর নীচে গাড় স্বাদ।তো শুধু শুধু জল চুমুক দেওয়ার থেকে তলের গাড় মজাটাই তো ভালো!কমসে কম তাতে সঙ্গে কিছু মিলবে তো, হি হি

 2 years ago 

ডালের উপরের অংশে শুধু পানি থাকে আর নিচের অংশে ঘন ডাল জমা হয় তাই বলা হয় ডালের মজা তলে।

 2 years ago 

প্রশ্নঃ ডালের মজা তলে কেন?

ডাল দিয়ে তেল তৈরি হয়, রান্না করলে তেল গুলো উপরে ভেসে ওঠে। আর ডালের নির্যাস গুলো নিচে থেকে যায়। এজন্যই ডালের মজা তলে।

 2 years ago 

ভালো ব্যাখ্যা।🥹

 2 years ago 

ডালে দেওয়া মসলাগুলো সব তলায় গিয়ে লুকিয়ে পড়ে, সেইজন্যেই ডালের মজা তলায় পাওয়া যায়। যাইহোক, মসলা যতই চালাক হোক, আমরা তো আর কম চালাক নই! আমরা ডালের তলা থেকেই তাদের খুঁজে এনে মজা দিয়ে উপভোগ করে থাকি।