"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৪৫ [ তারিখ : ০৭ - ০৫ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristychaki


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬০৬ দিন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5J3GviHn3VoscCyz5wdLzT26fn7iCXypfwKvoY3b8uMfqhXRvJhaYtZaZn78HpYFqYdCnGR6nsEqMJ5krKSqk8TUszzqJ2PigHVpWjfZG.jpg

ডিম দিয়ে জালি কাবাব ..। by @shimulakter ( date 07.05.2025 )

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করার।আজকে একটি দারুন সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হলাম।আশাকরি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।আসলে অনেক বাচ্চারাই আছে ডিম একদম খেতে চায় না।কিন্তু কাবাবের নাম শুনলে সেই কাবাবের উপর লাফিয়ে পরে।তাই ভাবলাম ডিম দিয়ে একটি কাবাবের রেসিপি করি।যাতে করে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে রেসিপিটি খেতে পারে।আর তৈরি করার পর সেদিন পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিলো।তাই ভাবলাম আপনাদের সাথে ও দারুন সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করে নেই।এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরছি----


আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেসিপি পোস্ট করা হয় । বেশ ভালো ভালো কিছু রেসিপি পোস্ট আজকেও হয়েছে । তার মধ্যে শিমুল আক্তার আপুর রেসিপি আমার অনেক ভালো লেগেছে । ব্যক্তিগতভাবে ওনার সকল পোস্টটি বেশ ভালো লাগে তবে , আজকে যে রেসিপিটি উনি তৈরি করেছেন সেটি অনেক ভালো ছিল । উনার রেসিপিটির নাম ডিম দিয়ে জালি কাবাব রেসিপি ।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5J3GviHn3VoscCyz5wdLzT26fn7iCXypfwKvoY3b8uMfqhXRvJhaYtZaZn78HpYFqYdCnGR6nsEqMJ5krKSqk8TUszzqJ2PigHVpWjfZG.jpg

ছবিটি শিমুল আক্তার আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 15 days ago 

অনেক ভালো লাগলো আজকের ফিচারড আর্টিকেলে নিজের রেসিপিটি দেখে।ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।অসতর্কতার কারনে রাইটারের নামটি ভুল এসেছে। আশা করি সংশোধন করে নিবেন।

 13 days ago 

ফিচার্ড আর্টিকেল প্রকাশ করার সময় একটু ভুল হয়েছে।অথরের জায়গায় ভুল করে আমার নাম টি মেনশন দেওয়া হয়েছে।শিমুল আপুকে অভিনন্দন ও শুভকামনা জানাই। 🤎🤎