"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৮৯ [ তারিখ : ২৮-০৪ -২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jerin-tasnim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: জেরিন তাসনিম। জাতীয়তা: বাংলাদেশি। আমার বাংলা ব্লগের নব্য ভেরিফায়েড সদস্যদের মধ্যে একজন হলেন জেরিন তাসনিম ম্যাডাম। সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স প্রথম বর্ষে পাঠরতা জেরিন তাসনিম ম্যাডামের প্রিয় শখ ছবি আঁকা। উনি আঁকতে যেমন ভালোবাসেন তেমন তার পাশাপাশি ফটোগ্রাফি তোলা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে DIY করা সবই তার ভালোলাগার জিনিস। স্টিমিট ক্যারিয়ার শুরু করেন ২০২০ সালের আগস্ট মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইন by @jerin-tasnim (date 27.04.2024 )

আজকে আপনাদের সাথে সুন্দর একটি সেলাইয়ের পোস্ট শেয়ার করতে চলে এলাম।প্রতি সপ্তাহে একটি করে সেলাই এর পোস্ট করতে আমার খুবই ভালো লাগে। তবে গত সপ্তাহে একটু ব্যস্ততার কারণে সেলাইয়ের পোস্ট করতে পারিনি। তাই আজকে নিয়ে এলাম সুন্দর একটি হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন। সেলাই করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। আজকে ফুলের এই ডিজাইনটি সেলাই করতে বেশ অনেক সময় লেগেছে। তবে সেলাই করতে বেশ ভালোই লাগে।এখানে আমি মাত্র দুই ধরণের সেলাই দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করেছি।সেলাই দুইটি হচ্ছে : ফেদার সেলাই ও ফ্রেঞ্চ গিঁট সেলাই। সেলাই দুইটি আসলে অনেক সহজ।তবে দেখতে ভীষণ সুন্দর। এভাবে যেকোনো জামা বা রুমালের উপর সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনটি করলাম।…


আজকের ফিচার আর্টিকেলে একটি সুন্দর হাতের কারুকার্য স্থান পাচ্ছে। আমাদের কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার হলেন জেরিন তাসনিম। সেই শুরু থেকেই তার বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক আমরা দেখে আসছি। বাংলা ব্লগ কমিউনিটির ওয়াল স্ক্রল করতে করতে আজ হঠাৎ তার এই পোষ্টটি আমার নজরে আসে।

ছোটবেলায় দেখেছি গ্রাম অঞ্চলের মেয়েরা যখন অবসর সময় পার করতো তখন এ সকল কাজে নিজেকে ব্যস্ত রাখতো। রাউন্ড শেফের ঐ বস্তুটির নাম আমার মনে নেই, তবে এটি আগে গ্রাম অঞ্চলের প্রায় সব বাড়ির মেয়ের হাতেই দেখা যেত। এই কাজগুলো করতে খুবই ধৈর্যের প্রয়োজন হয় এবং খুবই সময় সাপেক্ষ।

মেয়েরা আগে বালিশের কভার, হাতের রুমাল সহ বিভিন্ন ব্যবহৃত পোশাক আশাকে এ ধরনের কারুকাজ করতো। আজকের ফিচার আর্টিকেলের অথর অনেক সময় নিয়ে খুবই সূক্ষ্ম ভাবে কাজটি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা চাই তার এই ভালো কাজগুলো সে প্রতিনিয়ত আমাদের সাথে শেয়ার। সবকিছু বিবেচনা করে জেরিন তসনিমের এই পোস্টটি আজকের ফিচার আর্টিকেল করা হচ্ছে।


4.PNG

ছবিটি জেরিন তাসনিম আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year (edited)

রাউন্ড শেপের ওই জিনিসটার নাম আমি জানতাম ছোটবেলায় আমিও অনেক সেলাই করেছি তবে আপনি ওই নামটি ভুলে গিয়েছেন শুনে আমিও নামটি আর মনে করতে পারলাম না অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মনে আসলো না । আমার কাছে মনে হচ্ছে ওটা সম্ভবত ফ্রেম হবে । আসলে জেরিন আপুর এই কাজটি আমার কাছেও অনেক ভালো লেগেছে আমি অনেক খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসটি দেখেছি । ভালো লাগলো ওনার পোস্টটিকে ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য ।

 last year 

বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে বাছাই করা হয়েছে। হ্যান্ড এমব্রয়ডারির কাজগুলো বরাবরই আমার ভালো লাগে। এমব্রয়ডারি কাজ করতে অনেক সময় লাগে এবং ধৈর্য লাগে।সুই সুতার এই কারু কাজগুলো
আসলেই অসাধারণ। আপুর পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য
ধন্যবাদ।

 last year 

জেরিন তাসনিম আপুর হাতের এই কাজগুলো আমি প্রায় সময় দেখে থাকি। ওনার এই হাতের কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও তিনি অনেক সুন্দর করে হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন করেছেন। আর এই পোস্টটাকে ফিচারটিকে হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে আরো বেশি ভালো লাগলো। এর ফলে তিনি এই কাজটা করার জন্য আরও বেশি উৎসাহিত হবেন। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

রাউন্ড শেপের এই জিনিসটির নাম হলো ফ্রেম।হাতের এম্ব্রয়ডারী করার জ্ন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ডিজাইন এর ফ্রেম ব্যবহার করা বিভিন্ন এম্ব্রয়ডারীর জন্য । তা যাই হোক জেরিন আপুর হাতের কাজ বেশ নিখুঁত। বেশ সুন্দরভাবে কাজটি করেছেন। আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচন করায় বেশ ভালো লাগলো,সেই সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন জেরিন তাসনিম আপুর সবসময় করেন। যেগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওনার এই কাজটা সত্যি অনেক বেশি নিখুঁত। নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে তিনি সবসময় এটা করেন, দেখেই বুঝতে পারি। এই এমব্রয়ডারি ফুলের ডিজাইন টাও তিনি খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে আর অনেক সময় ব্যবহার করে করেছিলেন। পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 last year 

দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেল সিলেক্ট করলেন। জেরিন তেসমিন আপুর পোস্ট গুলো আমার অত্যন্ত ভালো লাগে। বিশেষ করে আপুর হ্যান্ড এমব্রয়ডারি গুলো চমৎকার হয়। প্রতিনিয়ত উনি হ্যান্ড এমব্রয়ডারি গুলো শেয়ার করে যাচ্ছেন। যা দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়। আজকে এমন সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এমব্রয়ডারির কাজগুলো আমার অনেক ভালো লাগে। আর এমব্রয়ডারি করতে অনেকটা সময় লাগে। অনেক সুন্দর একটি পোস্ট দেখে খুবই ভালো লেগেছে।