"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬১৪ [ তারিখ : ০৩ - ০৪ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: আকলিমা আক্তার মুনিয়া। আর ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত বোধ করেন। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। প্রায় সময় তিনি বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। নিজে বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে ছবি তুলতে খুবই ভালোবাসেন। তিনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলোও করার চেষ্টা করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অক্টোবর মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.png

2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুন্দর মুহূর্ত। by @bdwomen ( date 03.04.2025 )

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। তাই আমি আমার কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকে প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। ঈদের পরের দিন আমরা রকি ভাইয়াদের বাড়িতে বেড়াতে এসেছিলাম। ঘুরাঘুরি করতে আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। তাই আমি সব সময় যেখানে যাই কোথাও না কোথাও ঘুরতে যেতে পছন্দ। বিশেষ করে গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ চারপাশে সবুজ শ্যামল গাছপালা সব কিছুই সুন্দরভাবে উপভোগ করা যায়। তাই আমরা যখন ঈদের পরের দিন সকালবেলা রকি ভাইয়াদের বাড়িতে এসেছিলাম। তখন কিছুক্ষণ বাড়িতে বসে নাস্তা করে সবার সাথে গল্প করলাম। আর সবার থেকে এক এক করে সালামি নিতে শুরু করলাম। আমার কিন্তু দু ডাবল লাভ হচ্ছিল। কারণ আমি নিজেও সালামি পেয়েছিলাম সাথে আমার মেয়েও সালামি পেয়েছিল। তাই এক দিকে আমি দু দিক থেকে টাকা পেয়েছিলাম। তারপর এভাবেই সবার সাথে কিছুক্ষণ বসে আনন্দ করলাম। তারপর আমার হাজব্যান্ড আর রকি ভাইয়া বলল বাইরে একটু ঘুরতে যাবে। তাদের বাড়ির পাশের প্রাকৃতিক পরিবেশগুলো আমার কাছে কিন্তু এমনিতেও ভীষণ ভালো লাগে। তাই আমার মেয়ে এবং নাশিয়াকে নিয়েও আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম।--


আজকের ফিচার পোস্টের লেখক তার ঈদের পরের দিনের আনন্দময় মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি ও তার পরিবার রকি ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। লেখক গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুব পছন্দ করেন। তারা পরিবারের সবার সাথে গল্পগুজব করেন এবং সালামি গ্রহণ করেন, যা তাকে আরও বেশি আনন্দ দেয়।

এরপর তার স্বামী ও রকি ভাইয়া ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। লেখক, তার মেয়ে এবং অন্য সদস্যদের নিয়ে তারা প্রকৃতির মাঝে হাঁটতে বের হন। চারপাশের সবুজ প্রকৃতি, খোলা বাতাস ও ধানক্ষেতের সৌন্দর্য উপভোগ করেন। তবে প্রচণ্ড গরম থাকায় তারা কিছুক্ষণ গাছের ছায়ায় বিশ্রাম নেন যা তাদের স্বস্তি দেয়।

এ সময় তারা ধানক্ষেতের পাশে কিছু ছবি তোলেন এবং এই সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন। লেখক মনে করেন, ভ্রমণের অভিজ্ঞতা ও প্রকৃতির সান্নিধ্য মনকে ফ্রেশ রাখতে সাহায্য করে। তাই তিনি সুযোগ পেলেই এমন ঘোরাঘুরি করতে ভালোবাসেন। শেষে তিনি তার আনন্দময় মুহূর্তগুলোর কিছু ছবি পাঠকদের সাথে শেয়ার করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, সবাই তার অভিজ্ঞতা উপভোগ করবেন।


3.png

ছবিটি bdwomen আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 days ago 

অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের এই ফিচার্ড আর্টিকেলে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে কমবেশি সবাই অনেক পছন্দ করে। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।