"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬১৭ [ তারিখ : ০৫/০৪/২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @haideremtiaz


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। তিনি একজন বাংলাদেশী। পেশায় তিনি একজন ছাত্র। বর্তমানে তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি গল্প, কবিতা, ফটোগ্রাফি, আর্ট করতে ভালোবাসেন। স্টিমিটে যুক্ত হয়েছিলেন ২০২১ সালে। তার স্টিমিট জার্নির ০৪ বছর হয়েছে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

fsdfsdff.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


dfvdfvb.jpg

কলকাতা নাইট রাইডার্সের দারুণ জয়- @haideremtiaz (তারিখ: ০৫/০৪/২০২৫)

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো প্রথম কথা। আপনারা যারা খেলাপ্রেমি মানুষ আছেন তারা নিশ্চয় খেলাধুলার খবর রাখেন নিয়মিত! ফুটবল, ক্রিকেট প্রতিদিনই হচ্ছে বলতে গেলে। তবে মানুষের এখন ধৈর্য শক্তি অনেকটা কমে গেছে। লং টার্মের খেলা মানুষ দেখতে এখন পছন্দ করে না। তার জন্য টি টোয়েন্টি, টি-১০, ফুটবল খেলা এখন জনপ্রিয়তার জায়গা দখল করে নিয়েছে। আপনারা জানেন যে ভারতে আইপিএল চলছে। আর সেটা নিয়ে মানুষের আগ্রহটাও থাকে বেশি। এবারের আইপিএল বলতে গেলে জমে উঠেছে। আজকে চলে আসলাম কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজ হায়দ্রাবাদ এর মধ্যকার ম্যাচ নিয়ে।আইপি এল এর ১৫ তম ম্যাচটি অনুষ্ঠিত হয় কলকাতার ইডেন গার্ডেনে। যেখানে কলকাতা আলাদা একটা সাপোর্ট পাবে। ভেন্যুটাও তাদের পরিচিত। তো টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজেস হায়দ্রাবাদ! ওপেনিং এ নামে সুনিল নারিন ও কুইন্টন ডি কক!...


আজকের ফিচারড আর্টিকেল এ খেলা বিষয়ক পোস্টটি সিলেক্ট করা হয়েছে। আসলে আইপিএল এবার জমে গেছে। সবাই লড়াই করছে সমানতালে। শর্ট টাইমের টি-টোয়েন্টি ম্যাচ দেখতেও এখন ভালো লাগে। বিশেষ করে এবারের আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার কেনার ক্ষেত্রেও যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলতে গেলে। কলকাতার ক্যাপ্টেন আগেরবার ছিল শ্রেয়াসায়র। কিন্তু এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়াতে পারেনি। তাই আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করে টিম সিলেক্ট করা হয়েছে।

রাহানের ব্যাটিং স্টাইল আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন বলতে গেলে হার্ড হিটিং ব্যাটিং করে থাকে রাহানে। মাঠে যতক্ষণ থাকে ততক্ষণ রান আসতে থাকে। পাশাপাশি ফিনিশার হিসেবে দুজন প্লেয়ার দায়িত্ব পালন করছে। রিংকু সিং ও আন্দ্রে রাসেল। রিংকু সিং এর ব্যাটিং শেষের দিকে উপভোগ্য ছিল। পাশাপাশি কলকাতার বোলিং ও ভালো এবার বলতে গেলে। সবমিলিয়ে কলকাতা পরিপক্ক একটা টিম। খেলা নিয়ে এ পোস্টটি ভালো ব্যাখ্যা ছিল।


dzfgdfGD.jpg

ছবিটি হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব'র ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 yesterday 

খেলা নিয়ে সবসময় আলাদা একটা ভালো লাগা কাজ করে। আমি সময় পেলেই খেলা দেখে থাকি। আমার খেলা নিয়ে পোষ্টটি ফিচারড আর্টিকেল এ স্থান করে নিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে।

 yesterday 

ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।। পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।যদিও খেলা একটু কম বুঝি।
তারপরও চেষ্টা করি খেলা মাঝে মাঝে দেখার জন্য। ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।