"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭০২ [ তারিখ : ১০- ০৭ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ মোঃ রিয়াদ হাসান। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষা জীবন: তিনি সর্বপ্রথম খোড়াগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভর্তি হন । সেখান থেকে তিনি এস এস সি (সমমান) পাস করেন । তারপর তিনি কুতুব পুর ডিগ্ৰি কলেজে ভর্তি হয়ে যান । ইতোমধ্যে তাঁহার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। তিনি পাস করে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন। শখ: তাঁহার শখ হচ্ছে তিনি বড় হয়ে একজন মানুষের মত মানুষ হতে চান এবং সেই সাথে একজন সফল উদ্যোক্তা হওয়া। তিনি প্রতিনিয়ত তাঁহার সফল হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: তিনি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2025-07-11-08-34-13-009_com.chrome.beta-edit.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


উদ্যোক্তা হওয়া বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদের প্রধান নেশা by @riyadx2 ( date 10.07.2025 )

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে রুনদের উদ্যোক্তা হওয়ার গল্প করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক। উদ্যোক্তা হওয়ার প্রবণতা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এক নতুন ধরনের লাইফস্টাইল চয়েস হয়ে উঠেছে। আজকাল বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বা এমনকি স্কুল জীবনেই অনেক তরুণ তরুণী তাদের নিজস্ব ছোটখাটো উদ্যোগ শুরু করছে। কেউ শুরু করছে অনলাইন ব্যবসা, কেউ হাতে তৈরি পণ্য বিক্রি করছে, কেউবা আবার ফুড ডেলিভারি সার্ভিস চালু করছে। তারা আর শুধু পড়ালেখা শেষ করে চাকরি খুঁজবে সেই ধ্যানধারণায় বিশ্বাসী নয়। তারা এখন বলে, চাকরি খুঁজবো না, চাকরি দেবো।এর পেছনে অন্যতম বড় অনুপ্রেরণা হলো প্রযুক্তির সহজলভ্যতা। ইন্টারনেটের মাধ্যমে আজ যে কেউ ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে নিজের পণ্য বিক্রি করতে পারছে। ই কমার্স সাইট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল পেমেন্ট সিস্টেম সবকিছুই তরুণদের জন্য পথ খুলে দিয়েছে। আগে ব্যবসা করতে হলে বড় মূলধন, দোকান, গুদাম, অনেক কাগজপত্র প্রয়োজন হতো। এখন মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই শুরু করা যায় একটা ব্যবসা। এই সহজ সুযোগই তাদের আরও আগ্রহী করে তুলেছে।আরেকটি বড় কারণ হলো সফলতার পরিবর্তন। এখন সফলতা মানে শুধু সরকারি চাকরি বা বড় কোম্পানির কর্মকর্তা হওয়া নয়।--


আজকের ফিচারড পোস্টে আমরা বেছে নিয়েছি উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে প্রেরণামূলক একটি লেখা। পোস্টটি বর্তমান প্রজন্মের ভাবনা, প্রযুক্তির সহজলভ্যতা আর উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জগুলো সুন্দরভাবে তুলে ধরেছে।

লেখক অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় লিখেছেন, যা পড়ে তরুণরা অনুপ্রাণিত হবে এবং নিজেদের অবস্থান থেকে নতুন কিছু করার সাহস পাবে। বিশেষ করে চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে স্বাধীনভাবে কিছু শুরু করার যে বার্তা তিনি দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক।

আমরা তার এই প্রচেষ্টা ও সুন্দর লেখা জন্য ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও এমন চিন্তাশীল ও প্রেরণামূলক লেখা তিনি আমাদের উপহার দেবেন। শুভকামনা রইলো।


ছবিটি রিয়াদ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।