"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৬০৯ [ তারিখ : ২৭-০৩-২০২৫]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর বড় একটা শখ। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।তিনি ২০২১ সালে স্টিমিটে যুক্ত হয়েছেন।তার স্টিমিট জার্নি ৩বছর চলছে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-03-27 154344.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUqBKghTvuBProJMKkwhLbkTCpTQv3AuZCv7yfDNMujcBg5wVUHTLxU5yFuoYG8cJk4mE9JkM2RD8zaDhFrZG6FG.jpg

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০-চিকেন নুডলস এর বাটি চপ রেসিপি। by @bristy1 (তারিখ ২৭-০৩-২০২৫)

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি। আজ ভোর বেলায় হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে। আসলে এই রেসিপিটা শেয়ার করার মূল কারণ হলো আমাদের কমিউনিটিতে চলমান একটা কনটেস্ট। আমার বাংলা ব্লগে প্রত্যেক সময় কিছু না কিছু নিয়ে কনটেস্টের আয়োজন করা হয়। আর এবারও ঠিক তেমনি দারুন রেসিপি কনটেস্ট নিয়ে আমাদের কমিউনিটি হাজির হয়ে গেল আমাদের কাছে। আর আমরা সবাই মিলে নিজেদের ক্রিয়েটিভিটি এবং ইউনিকনেস নিয়ে বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেছি এক সপ্তাহ যাবত। দারুণ দারুণ রেসিপি সবাই শেয়ার করে যাচ্ছে আর আজকে আমি আমার তৈরি করা একটা ইউনিক রেসিপি শেয়ার করতে এসেছি।...


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaV2Jip1mApmf9yCrNgj6an6dvYntmYRLMa53KRDTUgeQYB5nirxN5dfTnGDCu3wVtcJnYMGSzNxkCazFYgaMcEz.jpg


আজকে ফিচার্ড আর্টিকেলে দারুণ একটি রেসিপি পোস্টকে স্থান দেয়া হয়েছে।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গত সপ্তাহেই একটা রেসিপি কন্টেস্টের আয়োজন করা হয়েছিল।সেটা ছিল ইফতার আয়োজনকে কেন্দ্র করে স্ন্যানক্স আইটেম। আমার বাংলা ব্লগে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন রকম রেসিপি দেখা যায়। যেগুলো অনেক বেশি মজার মনে হয়। তবে আজকের ফিচার্ড পোস্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমি যখন পোস্টগুলো ভিজিট করছিলাম তখন বৃষ্টি আপুর এই অসাধারণ রেসিপিটা দেখলাম।দেখেই আসলে চোখ আটকে গেল। দেখতে যেমন সুন্দর নামটাও খুব দারুণ, চিকেন নুডলস এর বাটি চপ।

প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা সবসময় নতুন ধরনের কিছু আশা করি সবার কাছ থেকে।ইফতারের আইটেমে বিভিন্ন রকম ভাজাপোড়া খেতে আমাদের সবারই ভালো লাগে।আর যদি এমন ইউনিক আর মজার কিছু হয় তাহলে তো কথাই নেই। এই রেসিপিটায় উনি বেশ কিছু উপকরণ যোগ করেছেন। আর সবমিলিয়ে এত সুন্দর করে তৈরি করেছেন এবং রান্না করেছেন সেটা দেখেই আমার লোভ লেগে গেল।তাই ভাবছি বাসায় একদিন এই রেসিপিটা তৈরি করার কথা বলবো।আসলে যেকোনো নতুন রেসিপির স্বাদ নিতে আমাদের সবারই ভালো লাগে।আপুর পোস্টের মধ্যে তিনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। এতে যে কেউ খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবে। রেসিপির ফটোগ্রাফি থেকে শুরু করে সবকিছু আমার অনেক ভালো লেগেছে। আর এত সুন্দর একটা লোভনীয় রেসিপি আজকে আমি ফিচার্ড হিসেবে নির্বাচিত করলাম।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovf3tthu6M3BFGoGknBTqfsWdbaJ6mwkWSnQes8zC7B2mE6VBTX7z8TBiHpncUXiboYSzV9KuBWS4t59PyFGGAFFC.jpg

ছবিটি @bristy1 দির ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

আসলে এমনি ইফতারের সময় এই ইউনিক স্নাক্সটা কখনোই খাওয়া হয়নি। গত পরশুদিন ইফতারের জন্য এই স্নাক্স আইটেমটা তৈরি করেছিলাম। খেতে এত বেশি মজার হয়েছিল যে আমার ভাগে তো কম পড়ে গেল। তবে ভেবেছি এটা ঈদ উপলক্ষে আবারো তৈরি করব। খেতে ভীষণ মজার, আর তৈরি করাটাও অনেক সহজসাধ্য লেগেছে আমার কাছে।

 last month 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতার জন্য খুবই চমৎকার একটি পোস্ট করেছেন আমাদের সকলের প্রিয় বৃষ্টি আপু। এই রেসিপি দারুন লেগেছে আমার।

 last month 

ফিচারড আর্টিকেলে লোভনীয় একটি পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। দারুন একটি রেসিপি পোস্ট প্রতিযোগিতা জন্য নিয়ে হাজির হয়েছে বৃষ্টি আপু। ধন্যবাদ পোস্টি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।