কুজ্ঝটিকা!(Mist!)

মনের অভ্যন্তরে পুঞ্জীভূত কুজ্ঝটিকা
নিরন্তর ঘনীভূত হচ্ছে বিভীষিকা!
আবিষ্ট করে রেখেছে অন্তর্দ্বন্দ্ব;
কান্ত আজ, মন, শরীর আর সাথে স্কন্দ!
একাকী বইতে বইতে সকল ভার নিত্যদিন;
স্বার্থের রূপ সুস্পষ্ট, আন্তরিকতা তাই ক্ষীণ!
মনে রাখা আজ একপেশে;
প্রয়োজনে তাই সকলে মেশে!
ধুঁকছে সম্পর্ক, রোগাক্রান্ত সমাজ;
নিজের সুরক্ষায় প্রাধান্য সর্বাগ্রে আজ!
পিছন ফিরলে তলিয়ে যাই আমি;
আমি ব্যতীত সকলেই ছিল দামী!
যতদিন থাকবে প্রতিপত্তি, ক্ষমতা;
সমাজে থাকবে মান, সম্মান,
ব্যবহারে থাকবে সমতা।
আবর্জনার চাইতেও অন্তরাত্মা কদর্য;
পিছন ফিরে চাইলে হই আশ্চর্য্য!
আবৃত দেহ, সুশোভিত পোশাকে
যায় না দুর্গন্ধ ঢাকা!
সুবিধাবাদীতে ছেয়ে গেছে চারিধার,
ঘুন ধরেছে চিন্তা ধারায়,
অন্তরাত্মা সবার ফাঁকা।
![]() | নিষ্পাপ আজ কেবল প্রকৃতি |
---|
আজকাল উভয় ক্ষেত্রে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছি, আগামীতে হয়তো বিষয়টি বৃদ্ধি পাবে বৈ কম হবে না!
প্রতিটি মানুষের মধ্যে কিছু ভালো, কিছু মন্দ থাকবে সেটাই স্বাভাবিক! তবে, স্মৃতির পাতা উল্টে কিছু ঘটনার কথা মনে পড়লে গা ঘিন ঘিন করে ওঠে!
তোলা থাক সব অনুভূতি কুজ্ঝটিকার আড়ালে তোমার কাছে | ![]() |
---|
নাহ্! অন্যের চাইতেও নিজের অজ্ঞতার কারণে যেভাবে আমাকে, আমার বিশ্বাস, ভালোবাসা ব্যবহৃত হয়েছে সেটা মনে করে, নিজের প্রতি নিজের এই অনুভূতি অনুভব করি।
মানুষ যখন সম্পর্কের পরিবর্তে যন্ত্র হয়ে যায়, কিংবা লাভ লোকসানের খেরো খাতা!
যেটা পূর্ণ হয়ে গেলে তার জায়গা হয় আস্তাকুঁড়ে, এক্ সময় কালের স্রোতে মুছে যায় লেখা, তারপর ওজন করে বিক্রি করে দেওয়া হয় কোনো ভাঙ্গা চুড়ো কেনা মানুষের কাছে, তখন নিজের প্রতি নিজের অশ্রদ্ধা যেনো লক্ষ লক্ষ গুন বৃদ্ধি পায়।
![]() | নিখুঁত অভিনয়ের শাখা প্রশাখা সর্বৈব |
---|
অভিনয় দেখতে দেখতে এখন মনে হয়, আদেও বাস্তব চেহারা বলে এদের কি কিছু আছে?
এরা কি কখনও আরশিতে চেয়ে নিজেদের চিনতে পারে?
জীবনের উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে যেতে এখন এই ভান করা মানুষগুলোকে চেনা জলভাত হয়ে গেছে।
আর ঠিক সেই কারণে এখন সৃষ্টিকর্তা ছাড়া কারোর সাথেই কথা বলার মানসিকতা প্রতিদিন হারিয়ে যাচ্ছে।
নিজেকে প্রশ্ন করি, অযথা অন্যের জন্য নিজের জীবন থেকে যে সময় হারিয়ে ফেলেছি, কত মূল্যে কেউ সেটা ফিরিয়ে দিতে পারবে?
![]() | 👈আবেগ, অনুভূতি আজ ইমারতের উচ্চতায় নির্ধারিত |
---|---|
চিত্ত আজ কালিমালিপ্ত, উচ্চ তবুও শির!👉 | ![]() |
প্রায়শই সকলে অঙ্ক কষে পরবর্তী পদক্ষেপ ফেলে, কিন্তু প্রত্যেকের হিসেবের পৃথক খাতা থাকে, সেটা খুব কম সময়ে কেউ মনে রাখে।
আমি সত্যি আজ আর কারোর সাথে কথা বলতে আগ্রহী নই, সেটা কর্ম হোক কিংবা ব্যাক্তিগত পরিসরে!
যদিও ভেদাভেদ শব্দটিতে আমার আপত্তি আছে, তবুও আজ মনে হয়, এই শব্দটি শব্দকোষ এ যখন যুক্ত করা হয়েছে, তার বাস্তবিক অর্থ আছে বৈকি!
শৈশবে বাবা বলতেন, ভুল করেও যদি নিচু জাতের কেউ আমাদের বাড়ির উঠোনে পা রাখতো, আমার ঠাকুমা গোবর ছড়া দিয়ে গোটা উঠোন শুদ্ধ করতেন!
আমার কথাটি খুব একটা হজম না হলেও কখনও বাবাকে সেটা জানাবার সাহস হয়নি, তবে এটাও সঠিক পিসিমার কথার মত, জুতো দামী হলেও পায়ে পরিহিত, আর টুপি সস্তার হলেও তার জায়গা মাথায়।
তাই, শৈশব পরিবেশ শিক্ষার প্রভাব আচরণে পড়বে, সেটাই স্বাভাবিক।
রংচঙে অভিনয়ের চাইতে, আমার সাদা কালো সত্যি অধিক পছন্দের।
আর, ঠিক সেই কারণে দূরত্ব বজায় রেখে চলাই শ্রেয়।


Hello sister!
Hope you are doing well happy to see my own Indian people on this community. It looks like you belong to Kolkata.
SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.