"The weekly job I concluded being a Senior moderator"

in Incredible India7 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnmGr8gcJLJfQQrCGAHmFU3PDvYq7rafygJ5u34Ln6qxYt7ENivPB9RCGM2qo...19u91DamFWkaNDpi21Xrufxns2BuawcY7gtKdNM1q884ZKFf34EZ11ML5uRgTiiR5nTTFebYJaGu5byBmS4QWp2SRgYuRYGXgFXn8imnFtTDuCh1QvrHk5vPsL.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কেটেছে।

আমাদের শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা যেমনই থাকুক না কেন, দিনগুলো ঠিক দিনের মতোই কেটে যায়, তাই না? যাইহোক আজ আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট উপস্থাপনের দিন। তাই গত সপ্তাহে কমিউনিটিতে করা সকল কার্যাবলীর বিবরণ আমি এই রিপোর্টের মাধ্যমে আজ শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে একটি কনটেস্ট চলছে এবং ইতিমধ্যে আরও একটি কনটেস্ট অ্যানাউন্স করা হয়েছে, যেটা আগামীকাল থেকে শুরু হবে।

rz7B1G1WqnyUHBsX2CAwJoNDAZk425Jb167KNcSqCZ9RknysXM5BktPGc6bbdtECPpVK1ykkKFzPnzYQP8diQYeSoHA3bebzirjF95oCvf...LzsJg4YjbASeUopAecsVfD6CvsrWsBPLbPxUFXFpH1zo7LS5mVhDgdthnYRUuFNuaycF3hpoahSuGtd1a1adfpPcUULczRx3jg1WJSFoqSZ4BTtwECXPZJbV82.png

বর্তমানে যে কনটেস্টে চলছে সেটি প্রত্যেক মাসের মত এই মাসে আমি আয়োজন করেছি। বিষয়বস্তু হিসেবে নির্বাচন করেছি আমাদের আশেপাশে যে সকল প্রাণীরা রয়েছে, তাদের প্রতি আপনাদের অনুভূতি। যারা আমার পোস্ট প্রতিনিয়ত পড়েন, তারা জানেন এই টপিকটি নির্বাচন করার একটি নির্দিষ্ট কারণ রয়েছে। যারা এখনও পর্যন্ত কনটেস্ট পোস্টটি পড়েননি তাদের জন্য লিংকটি আমি নিচে আরও একবার শেয়ার করবো এবং আশা করবো আপনারা সকলে এই কনটেস্টে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রত্যেকের বাড়িতে যে একটি পোষ্য থাকতেই হবে এমনটি নয়। আমাদের অনেকের বাড়িতে হয়তো পোষ্য নেই, কিন্তু এই সকল প্রাণীদের প্রতি প্রত্যেকেরই কিছু না কিছু অনুভূতি অবশ্যই আছে, সেগুলোই শেয়ার করার অনুরোধ রইল এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1737775560596.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzyRUsRdQKp9gedZU5LpMMcjbWKQJzUuTZXgwDvqbuZpByQ3jnTdT7J7zGNVN6JmXzCEv3GG7UjKk8yBBk.jpeg

আগামীকাল থেকে যে কনটেস্ট শুরু হতে চলেছে তার জন্য অ্যাডমিন ম্যাম আরও একটি সুন্দর ও আমাদের জীবনের সঙ্গে জড়িত বিষয়কে নির্বাচন করেছেন। আমাদের প্রত্যেকের জীবনে বাবা মায়ের ভূমিকা অনস্বীকার্য। তবে একটা সময়ের পর তারাও বৃদ্ধ হয়। ঠিক সেই সময় একাকীত্ব তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। কারণ সন্তানরা নিজের নিজের কাজে নিজেদের মতন বিভিন্ন জায়গাতে থাকে।‌ তবে বাবা মায়ের একাকীত্ব সম্পর্কে তাদের অনুভূতি কেমন হয়, সেই বিষয়েই নিজস্ব চিন্তা ভাবনা ও মতামত উপস্থাপনের কথা বলা হয়েছে। আপনারা এই কনটেস্টে অবশ্যই অংশগ্রহণ করবেন, কারণ একটা সময় পরে আপনার জীবনেও বার্ধক্য আসা বাধ্যতামূলক, তাই তখনকার একাকীত্ব নিয়ে আপনি ভাবিত হবেন এটাই স্বাভাবিক। যাইহোক এই দুটো কনটেস্টে অংশগ্রহণকারী আপনাদের সকলের জন্য অগ্ৰীম শুভেচ্ছা রইলো।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo14BMaMkRC1o1UuQpnWF3wA119pEmE5fBRS4d3vTq6vbZpLhFa3CcS8vojdP6wzAZB2VG4rtRYnmDBeiYv.png

অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত মে মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট ইতিমধ্যে শেষ হয়েছে এবং প্রতি সপ্তাহের মতন এই কনটেস্টে অংশগ্রহণকারী সকল ইউজারদের ডিটেইলস আমি মেলের মাধ্যমে অ্যাডমিন ম্যামকে পাঠিয়েছিলাম। এই কনটেস্টে অংশগ্রহণকারী অনেকের পোস্টে ব্যক্তিগতভাবে আমার বেশ পছন্দ হয়েছে। পরিবেশ দূষণ প্রতিরোধের ক্ষেত্রে প্রত্যেকের মতামতই সকলে সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন। আশা করছি এইরকম ভাবে বর্তমানে চলমান কনটেস্ট গুলিতেও সকলেই অংশগ্রহণ‌ করবেন।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe73ScPWKQRDixGbNuYymWJiU7xob8rGPWT3y3BgxAAKTx2UqMuXF2sLhP2hK...ZdYYsUYt4S9W4qEuXnjBBfStSa3o9TDrmMWYPozo34eZhyE36Jt4umrhypgmuZbCAP44SY4CLdCWAHKgDVV1heaRSEqdjTGYgsjgk81m1uhWHFXDixAYLsMHbL.png

এনগেজমেন্ট রিপোর্ট প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি উপস্থাপন করেছিলাম। তবে এনগেজমেন্টের হার গত সপ্তাহের তুলনায় খুব বেশি পরিবর্তিত হয়নি। এই সপ্তাহের কিউরেশনের রিপোর্টটি অ্যাডমিন ম্যাম আরও একটি লিংকের দ্বারা চেক করে তারপর উপস্থাপন করেছিলেন। আর সকলের পারফরমেন্সের ভিত্তিতেই এই সপ্তাহের রিপোর্ট উপস্থাপিত হয়েছে। এনগেজমেন্ট বৃদ্ধির দিকে সকলেরই সচেষ্ট হওয়া উচিত, একথা বহু আগে থেকে আমি আপনাদেরকে বলছি। কারণ পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে সকলের কাজের মান আরও উন্নত করার প্রয়োজন রয়েছে।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250505_092744.jpg

গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে‌ বুমিং সাপোর্ট এর জন্য কোন কোন ‌বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হবে সেই বিষয়ে অ্যাডমিন ম্যাম সকলের সাথে আলোচনা করেছিলেন। আশাকরি যারা সেই টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত ছিলেন, এই বিষয়টি তাদের জন্য জানা। তাই সেই সকল বিষয়গুলিকে মাথায় রেখে এই প্রতিদিন বুমিং সাপোর্টের ক্ষেত্রে পোস্ট সিলেকশন করা একটি সচেতনতার কাজ, যেটা আমি প্রতিদিন সঠিক ভাবে করার চেষ্টা করি।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250508_235112.jpg

মডারেটর হিসেবে আমাদের প্রত্যেকেরই পোস্ট ভেরিফিকেশন করা একটি প্রাথমিক দায়িত্ব। ভেরিফিকেশন এর‌ সময় পোস্টের টাইটেল থেকে শুরু করে হ্যাশট্যাগ এবং আরও অনেক কিছু আমাদেরকে চেক করে ভেরিফাই করতে হয়। প্রতি সপ্তাহে এই কাজটিও দায়িত্ব সহকারে করার চেষ্টা করি, পাশাপাশি বাকি সকলের কাজের দিকে নজর দেওয়ারও, যেটা আমার দায়িত্বের মধ্যেই পরে।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

কমিউনিটির সদস্য হিসেবে পোস্ট শেয়ার করাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই মডারেটর হিসেবে পোস্ট ভেরিফিকেশনের দায়িত্ব পালন করার‌ পাশাপাশি, সদস্য হিসেবে আমার দায়িত্বের দিকেও সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা আমি প্রতি সপ্তাহেই করি। তাই এই সপ্তাহে আমি আপনাদের সাথে কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার এক ঝলক নিচে পুনরায় শেয়ার করলাম।

No.DateTitleThumbnail
01.02-05-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPnmGr8gcJLJfQQrCGAHmFU3PDvYq7rafygJ5u34Ln6qxYt7ENivPB9RCGM2qo...19u91DamFWkaNDpi21Xrufxns2BuawcY7gtKdNM1q884ZKFf34EZ11ML5uRgTiiR5nTTFebYJaGu5byBmS4QWp2SRgYuRYGXgFXn8imnFtTDuCh1QvrHk5vPsL.png
No.DateTitleThumbnail
02.03-05-2025"আমার পোষ্য পিকলুর জন্য শেষ আয়োজন"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yktnqCRqjR4qEeazSWS3A5N9np4DMLjobjTPG1UCu3U8pXCyedABphvsm7EANMZvaEm28BhMASzvBYBiTsLFGEek8Pu82.jpeg
No.DateTitleThumbnail
03.04-05-2025"জীবনের নতুন অধ্যায়ে পদার্পন "JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yUmVKQdLSA9vRM7s1dkuTB1iThZH7CuT28MyQRaRNnwbGwYsWwpxiF6VwufwYYF7SJHDrJAUodW4vuP13Jp1GGM1r6DBU.jpeg
No.DateTitleThumbnail
04.05-05-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe73ScPWKQRDixGbNuYymWJiU7xob8rGPWT3y3BgxAAKTx2UqMuXF2sLhP2hK...ZdYYsUYt4S9W4qEuXnjBBfStSa3o9TDrmMWYPozo34eZhyE36Jt4umrhypgmuZbCAP44SY4CLdCWAHKgDVV1heaRSEqdjTGYgsjgk81m1uhWHFXDixAYLsMHbL.png
No.DateTitleThumbnail
05.06-05-2025"Incredible India monthly contest of May by @sampabiswas/Emotional bonding with animals."rz7B1G1WqnyUHBsX2CAwJoNDAZk425Jb167KNcSqCZ9RknysXM5BktPGc6bbdtECPpVK1ykkKFzPnzYQP8diQYeSoHA3bebzirjF95oCvf...LzsJg4YjbASeUopAecsVfD6CvsrWsBPLbPxUFXFpH1zo7LS5mVhDgdthnYRUuFNuaycF3hpoahSuGtd1a1adfpPcUULczRx3jg1WJSFoqSZ4BTtwECXPZJbV82.png
No.DateTitleThumbnail
06.07-05-2025"এইবছর প্রথম তৈরি করা পোড়া আমের শরবতের ভিন্ন রেসিপি"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UA3PpHSEv4pJJotrLvbXe64dBbkPHVmmbZHEeibgDuTGruUhPopbqx6DmTn2EMnyYdQQsXEp71BwQpAoUjVe6JLHSxcv.jpeg
No.DateTitleThumbnail
07.08-05-2025Better life with steem// The Diary Game// 7th May,2025JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH814tdUDfWk9XVviZPMeLVMaF6e93DhsYKzQ3My8224Qdj69GZKKycPMhHLvJea7RX1Wp2AkDJcgQcpRQnYff26aFnq6dsU.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট, যার মাধ্যমে গত সপ্তাহের সকল বিষয়গুলোকে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার চেষ্টা করলাম। এছাড়াও ডিসকর্ডে বিভিন্ন সময়ে সকলের সাথে কথা বলার প্রয়োজনে, সেখানে উপস্থিত থাকাও আমার একটি দায়িত্বের মধ্যে পড়ে, সেটাও পালন করার যথাযথ চেষ্টা আমি করি।

আর এই সকল দায়িত্বগুলো আগামীতেও পালন করার জন্য আমি বদ্ধপরিকর। আশা করছি যারা কমিউনিটির ভালো চান এবং শুরুর থেকে কমিউনিটির সঙ্গে রয়েছেন, আগামীতেও আপনাদের এই অবদান অব্যাহত থাকবে। সকলের সুস্থতা কামনা করি। প্রত্যেকে খুব ভালো থাকুন। শুভরাত্রি।


1737773973212.gif

Sort:  
Loading...
Congratulations! Your post has been upvoted by Team 3.


IMG-20250418-WA0030.jpeg

Curated by : @josepha

 5 days ago 

Thank you for your support @josepha.