আমার বাংলা ব্লগ" এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ AI কনটেস্ট : রেজাল্ট ও প্রাইজ ঘোষণা
বিগত ১১ই জুন ২০২৫ ছিল "আমার বাংলা ব্লগের" চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট । এই হ্যাংআউট-কে এবার অনেকগুলি সেগমেন্টে বিভক্ত করা হয়েছিল । একদিনে না করে মোট তিনদিন ধরে এবারের বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছে । প্রথম দিন অর্থাৎ ১১ জুনের অনুষ্ঠানের সময় ছিল ২ ঘন্টা, ১২ জুন ছিল ২ ঘন্টার এবং ১৩ জুন ছিল ৩ ঘন্টার । তাই তিনদিন মিলিয়ে এবার আমাদের হ্যাংআউট এর মোট সময় ছিল ৭ ঘন্টার । ১১ই জুন ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ঠিক আটটা তিরিশে বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট শুরু হয়ে গেলো । এই লাইভ অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ এর অধিক ছিল ।
≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋
꧁দ্বিতীয় দিবস꧂
ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১২ জুন ২০২৫, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
💫অফিশিয়াল থিম সং শোনা
💫"আমার বাংলা ব্লগ" নিয়ে সংক্ষিপ্ত প্ল্যান ঘোষণা
💫এডমিন-মডারেটরের পক্ষ থেকে "কবিতা রচনা" কনটেস্ট এর রেজাল্ট ঘোষণা করা এবং বিজয়ীদের অনুভূতি শোনা
💫প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বিশেষ AI কনটেস্ট এর রেজাল্ট ঘোষণা করা এবং বিজয়ীদের অনুভূতি শোনা
💫বর্ষসেরা পুরস্কার ঘোষণা করা, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী -
-বর্ষসেরা সঙ্গীত/কবিতা
-বর্ষসেরা পাওয়ারআপ-কারী
💫 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান -
০১. কবিতা আবৃত্তি
০২. সংগীত পরিবেশন
💫 এয়ারড্রপ এবং গিভওয়ে
"আমার বাংলা ব্লগের" চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট সম্পর্কে আমার ধারাবাহিক পোস্ট লেখা শুরু করেছি গত ৪ঠা জুলাই থেকে। প্রতিটা সেগমেন্টের অতি সংক্ষিপ্ত বর্ণনার সাথে আমার নিজস্ব অনুভূতি ও চিন্তাভাবনা শেয়ার করে চলেছি । আর সেই সাথে প্রত্যেকটা সেগমেন্টে যে বিশেষ পুরস্কার রাখা হয়েছিল আমার তরফ থেকে সেগুলোও দেওয়া শুরু করেছি । এটি চলবে এই সপ্তাহ জুড়ে ।
আমাদের কমিউনিটির এই বিশেষ হ্যাংআউট এ অনেক টাইপের পুরস্কার রাখা হয়েছিল । প্রধান ধরণ ও স্ট্যাটাস নিচে দেয়া হলো -
০১. কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে
০২. কমিউনিটির ফাউন্ডারের পক্ষ থেকে
এবার আসি কি কি টাইপের পুরস্কার রাখা হয়েছিল -
০১. কনটেস্ট প্রাইজ : বর্ষপূর্তির বিশেষ কন্টেস্টে (AI দিয়ে গ্রাফিক্স ডিজাইন) যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁদের জন্য কমিউনিটির পক্ষ থেকে মোট ১০০০ .০০ স্টিম পুরস্কার রাখা হয়েছে ।
Status : Processing⌛
০২. হ্যাংআউট কুইজ : বিশেষ এই কুইজ কন্টেস্টে অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে ৫৫ স্টিম আর আমার তরফ থেকে ১০০ স্টিম কুইজ প্রাইজ রাখা হয়েছিল । সর্বমোট ১৫৫ স্টিম ।
Status : Completed✅
০৩. কমিউনিটিতে নিজেদের অনুভূতি শেয়ার : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৫০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ২০০ স্টিম । সর্বমোট ২৫০ স্টিম ।
Status : Completed✅
০৪. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটক : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৮০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ৪০০ স্টিম । সর্বমোট ৪৮০ স্টিম ।
Status : Processing⌛
০৫. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে সঙ্গীত পরিবেশন : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৫০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ২৫০ স্টিম । সর্বমোট ২৯০ স্টিম ।
Status : Processing⌛
০৬. সিরিজ giveaway : কমিউনিটির তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # general chat চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ giveaway সিরিজের। ধারাবাহিকভাবে তিনদিনে সর্বমোট ৩৭টি giveaway দেওয়া হয় যার মোট প্রাইজমানি ছিল ১,০৫০ স্টিম এর ।
Status : Completed✅
০৭. স্পেশ্যাল এয়ারড্রপ : কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # giveaway চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ এয়ারড্রপ এর । তিনদিনে অনেকগুলি সিরিজ এয়ারড্রপ ছিল। মোট পার্টিসিপেন্ট ছিল ৫০+ জন প্রতিটা এয়ারড্রপে। মোট পুরস্কার ছিল ১১০০ স্টিম ।
Status : Completed✅
গত দু ' টি পর্বে আমি আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের "নিজের অনুভূতি শেয়ার", "কুইজ কনটেস্ট", "Giveaway ", এবং "এয়ারড্রপ" সেগমেন্টের পুরস্কার প্রদান সম্পন্ন করেছি । আজ আমি চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের চতুর্থ দিনের "কনটেস্ট প্রাইজ" সেগমেন্টে আমার তরফ থেকে বিশেষ AI কনটেস্ট এর যে পুরস্কারের কথা ছিল সেটা প্রদান করছি ।
ঠিক এক মাস পূর্বে ০৬ই জুন "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত "আমার বাংলা ব্লগ" এর চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ AI কনটেস্ট এর ঘোষণা করা হয় । ঘোষণাটি করি কমিউনিটির ফাউন্ডার আমি । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল মাত্র ৫ দিন। এবারের এই বিশেষ AI কন্টেস্টে খুব একটা ভালো সাড়া পাইনি আমরা । কমুনিটির AI কন্টেস্টে অল্প কয়েকজন পার্টিসিপেন্ট পেয়েছিলাম যাঁরা তাঁদের সেরাটাই উপহার দিয়েছিলেন।
এবারের কন্টেস্টে সর্বমোট ০ ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন । এই ০ ৬ জন প্রতিযোগীই তাঁদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন সুন্দর ও আকর্ষণীয় লোগো তৈরী করতে । ৬ জনের লোগোই ভালো লেগেছে আমার খুব ।
নিম্নে সকল প্রতিযোগীর জাজমেন্ট অতি সংক্ষেপে তুলে ধরা হলো -
০১. @bijoy1:
" আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কনটেস্ট "
Judgement :
Accepted
০২. @nevlu123:
Judgement :
Accepted
০৩. @fasoniya:
আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কনটেস্ট।
Judgement :
Accepted
০৪. @riyadx2:
[https://steemit.com/hive-129948/@riyadx2/4ckaja](আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কনটেস্টে আমার অংশগ্রহণ)
Judgement :
Rejected
Reason : copyrighted contents used
০৫. @samsunnaharsuity:
আমার বাংলা ব্লগ কমিউনিটির চতুর্থ বর্ষপূর্তির উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় ,আমার অংশ গ্রহণ।।
Judgement :
Rejected
Reason : not mentioned "AI prompt" in the contest post
০৬. @ah-agim:
" আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ কনটেস্ট "
Judgement :
Accepted
বিজয়ী : @nevlu123
প্রথম রানার্স আপ : @bijoy1
দ্বিতীয় রানার্স আপ : @fasoniya
বিশেষ পুরস্কার : @ah-agim
কনটেস্ট : বিশেষ AI কনটেস্ট
অনুষ্ঠিত : ০৬ই জুন ২০২৫, শুক্রবার - ১১ই জুন ২০২৫, বুধবার
মোট অংশগ্রহণকারী : ০৬
মোট বিজয়ী : ০১
পুরস্কার : বিজয়ী পাবেন ৫০০ স্টিম, রানার্স আপ পাবেন ২০০ স্টিম করে এবং বিশেষ পুরস্কার হিসেবে ১০০ স্টিম । সর্বমোট ১,০০০ স্টিম ।
বিজয়ী এবং পুরস্কার ঘোষণা
ABB Anniversary Hangout - "Special AI Contest" :: Places & Prizes
STEEMIT ID | PRIZE |
---|---|
@nevlu123 | 500 STEEM |
@bijoy1 | 200 STEEM |
@fasoniya | 200 STEEM |
@ah-agim | 100 STEEM |
পুরস্কার প্রদান সম্পন্ন
ABB Anniversary Hangout - "Special AI Contest" :: Prize Distribution
Date | From | To | Amount | Unit | Memo |
---|---|---|---|---|---|
2025-07-08, 18:17 | rme | ah-agim | 100.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2025-07-08, 18:17 | rme | fasoniya | 200.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2025-07-08, 18:17 | rme | bijoy1 | 200.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
2025-07-08, 18:16 | rme | nevlu123 | 500.000 | STEEM | ABB Anniversary Special Hangout Event Prize |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

এই কনটেস্ট টি চলমান অবস্থায় আমি ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম। যার কারনে আমি অংশগ্রহণ করতে পারি নাই। AI কনটেস্ট বিজয়ীদের অভিনন্দন।
0.00 SBD,
0.64 STEEM,
0.64 SP
অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এমন একটা সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। সত্যিই খুব ভালো লাগছে অনেক খুশি হয়েছি বিজয়ী হতে পেরে। 💐
0.00 SBD,
0.63 STEEM,
0.63 SP
এই প্রতিযোগিতাটি আমি দেখেছিলাম৷ তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা আমি ভুলেই গিয়েছিলাম৷ তবে যখনই শুভ ভাই আবারও সেই প্রতিযোগিতার কথা মনে করিয়ে দিলেন তখনই আমার মনে পড়ল যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল৷ তবে এখনো পর্যন্ত গ্রহণ করতে পারিনি৷ তাই সঙ্গে সঙ্গে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে সেখানে পোস্ট করে দিলাম৷ পরবর্তীতে নেভলু ভাই এর প্রথম স্থান অধিকার করার বিষয়টি শুনে অনেক বেশি ভালো লেগেছিল৷ এর পরবর্তীতে আজকে আবারো নিজের নাম এখানে একটা অবস্থানে দেখে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আমায় এরকম একটি অবস্থানে রাখার জন্য এবং নিজের নাম এত ভালোভাবে এখানে দেখে চোখে যেন একটি আলাদা শান্তি কাজ করছে৷ আর এই শান্তি কখনোই বলে বোঝানো সম্ভব নয়৷ যাইহোক অনেক অনেক ধন্যবাদ রইল আপনার প্রতি দাদা আমাকে বিজয়ী হিসেবে সিলেক্ট করার জন্য৷
0.00 SBD,
0.61 STEEM,
0.61 SP
অভিনন্দন সকল বিজয়ীদের, বিশেষ করে নেভলু ভাইয়ের ভিডিওটি দারুণ হয়েছে।
0.00 SBD,
0.60 STEEM,
0.60 SP
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।♥️♥️
আসলে দাদা সেদিন অনেক বেশি খুশি হয়েছি যখন বিজয়ী তালিকায় আমার নাম শুনতে পেলাম।আজকে রিওয়ার্ড পেয়ে আরো বেশি খুশি লাগছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।
0.00 SBD,
0.60 STEEM,
0.60 SP
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
It was a very interesting competition. Congratulations to all the winners, and I hope there will be more competitions in the future.
চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ এআই কনটেস্টে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ীদেরকে বেশ ভালো এমাউন্টের স্টিম প্রদান করা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।