মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৫২
প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।
ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।
আজকের টপিক্স: গাছে থাকা ফলের ফটোগ্রাফি।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:
- ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
- ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
- ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
- ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
- সময়সীমা সাত দিন।
এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।
পুরস্কার থাকছে:
প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।
প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ক্যাপশন: গাছে থাকা কাঁঠাল ফলের ফটোগ্রাফি ।
ডিভাইস- Redmi Note 14 Pro+
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- No Edited
বর্ননা: কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মূলত এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছি। আজ সকালে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কাঁঠালের ফটোগ্রাফি টা বেশ ভালো এসেছে তাই শেয়ার করে প্রতিযোগিতা আমাকে গ্রহণ করলাম।
0.00 SBD,
0.63 STEEM,
0.63 SP
ডিভাইস -Samsung Galaxy M34 5g
ফোকাল ল্যান্থ - 4mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
বিবরন : রোজার সময় যখন রাতের বেলা মসজিদে গিয়েছিলাম তখন মসজিদের পাশে এরকম গাছের মধ্যে আম দেখতে পেলাম এবং তখন এর ফটোগ্রাফি করে নিলাম আজকে এর ফটোগ্রাফিটি শেয়ার করে দিলাম৷
0.00 SBD,
0.61 STEEM,
0.61 SP
চমৎকার একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছেন। গাছে থাকা ফলের সৌন্দর্য নিয়ে এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ।
0.00 SBD,
0.60 STEEM,
0.60 SP
বাহ,অনেক সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।চেষ্টা করবো অবশ্যই অংশ নেওয়ার জন্য, এই ছোট ছোট প্রতিযোগিতাগুলি সত্যিই বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
0.00 SBD,
0.60 STEEM,
0.60 SP
একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন৷ আজকের যে প্রতিযোগিতার টপিক আপনি এখানে শেয়ার করেছেন সেটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ কারণ অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়তই গাছ গাছালির মাঝে নিজেকে খুঁজে পান৷ আর আমিও সেরকমই একজন৷ আমিও প্রতিনিয়ত গাছ এর যে সকল ফল রয়েছে সেগুলোর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করে থাকি৷ আজকেও আমি এখানে আমার একটি ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব৷ ধন্যবাদ এত চমৎকার একটা টপিক নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য৷
0.00 SBD,
0.59 STEEM,
0.59 SP
গত মাসে ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। আমাদের এক আত্মীয়র বাসায় বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল। তার মধ্যে একটি হলো জাম্বুর ফল। এই ফলটি খুবই নিচুতে ছিল। হাত দিয়ে ফলটি স্পর্শ করা যেতো। আমি ফলটির কাছে গিয়ে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফটা ক্যাপচার করেছি।
ফটোগ্রাফার - @ joniprins
লোকেশন - ব্রাহ্মণবাড়িয়ার সদর, ব্রাহ্মণবাড়িয়া।
ডিভাইস - Realme C53
ক্যামেরা-50+0.03MP
ফ্লাশ দেওয়া হয়নি।
কোন ধরনের এডিট করা হয়নি।
0.00 SBD,
0.58 STEEM,
0.58 SP
দারুন টপিক নির্বাচন করেছেন আশা করি সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাবো এইবার।আমিও চেষ্টা করবো জয়েন করতে।
0.00 SBD,
0.58 STEEM,
0.58 SP
ডিভাইস -Samsung M32
ফোকাল ল্যান্থ - 4.60mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
একবার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তাদের ঘরের পাশে একটি গাছ রয়েছে সেই গাছে প্রতিবছর এরকম থোকায় থোকায় আম ধরে। তখন এই আমের ফটোগ্রাফি করেছিলাম।
0.00 SBD,
0.57 STEEM,
0.57 SP
বেশ সুন্দর একটা টপিক্স নির্বাচন করা হয়েছে প্রতিযোগিতার জন্য। আমিও চেস্টা করবো অংশগ্রহনের জন্য। তবে শহরে কোথায় পাবো তাই খুঁজতে হবে।
0.00 SBD,
0.56 STEEM,
0.56 SP
ডিভাইস -Redmi12
ফোকাল ল্যান্থ - 4.22mm
ফ্ল্যাশ - ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড - নন ইডিটেড
বিবরণ:-এই ফটোগ্রাফি টা করেছিলাম এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। আর এটি ক্যাপচার করেছিলাম আমাদের রংপুরের সুরভী উদ্যান থেকে। তখন প্রত্যেক কাঁঠাল গাছেই কাঁঠালের ফলন ছিলো। জানিনা কতটা সুন্দর ফটোগ্রাফি করতে পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখে।
0.00 SBD,
0.56 STEEM,
0.56 SP