Incredible India monthly contest of March #2| Do you acknowledge accumulating protection should be our birthright?
![]() |
---|
Source |
Hello,
Everyone,
আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কতটা ভালো আছি বা ভাল থাকতে পারি তা আপনারা সকলেই জানেন। বর্তমানে বাংলাদেশসহ দেশের বিভিন্ন দেশে যে সমস্যা চলছে তা হচ্ছে "সকলের নিরাপত্তার অভাব"। আজ নারী পুরুষ সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে ।
Incredible India কমিউনিটির পক্ষ থেকে শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchen মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সময়োপযোগী বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাচ্ছি । অংশগ্রহণ করার পূর্বে আমার প্রিয় প্ল্যাটফর্মের বন্ধুদের@rubina203 ,@ nishadi89 & @gertu কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি । আশা করি তারা এখানে অংশগ্রহণ করে তাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করবেন।
✅ Do you acknowledge accumulating protection should be our birthright? |
---|
![]() |
---|
Source |
আমরা সকলেই জানি, সকল নারী ,পুরুষ ও শিশুর আত্মরক্ষা করা জন্মগত অধিকার। সকল দেশের নাগরিকের অধিকার রয়েছে সুস্থ ও স্বাধীনভাবে বসবাস করার । এই আধুনিক যুগে এসে কিছু কিছু মানুষ প্রতিনিয়ত নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে । শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলি নিজেকে রক্ষা করার জন্য যদি কোন কাজ করে থাকেন সেটি হলো আত্মরক্ষা ।
✅ Which lessons must we teach the tender generation about self-protection? |
---|
আত্মরক্ষা আইন সম্বন্ধে আমরা যতোটা জানি আমাদের উচিত আমাদের কোমলমতি সন্তানদেরকেও আত্মরক্ষা সম্বন্ধে সচেতন করা । কারণ বর্তমান সময় যে পরিস্থিতি শুরু হয়েছে তাতে সবথেকে বেশি নিরাপত্তা হীনতায় ভুগছে নারী ও কোমলমতি প্রজন্ম । পরিবারের বাবা-মায়ের সাথে বিদ্যালয়ের শিক্ষিকাদের উচিত কোমলমতি শিশুদের আত্মরক্ষা সম্পর্কে শিক্ষা দেওয়া ।
কোমল প্রজন্মকে আরো শিখাতে হবে, দুর্বলকে সব সময় সাহায্য করতে হবে এবং বিপদ দেখলে কখনো ভয় পাবেনা, তখন স্থির হয়ে সেই বিপদ থেকে কিভাবে সঠিক পথ খুঁজে নিতে হবে তা চিন্তা করতে হবে। কারণ বর্তমান সময় সাধারন মানুষ এতটাই ভীতু যে অন্যের বিপদ দেখলে কেউ এগিয়ে আসে না ।সবাই ভয়ে পালিয়ে যায় ।
✅ How can we protect children and women(inside and outside the home)? |
---|
![]() |
---|
Source |
আমরা নারী অধিকারের জন্য অনেক আইন দেখেছি, নারী নিরাপত্তার জন্য অনেক আইন দেখেছি কিন্তু সে আইন গুলো কতটা কার্যকর হচ্ছে তা আজও বুঝতে পারিনা ।নিরাপত্তার কথা বলতে গেলে সেই আদিম যুগের কথা থেকে শুরু করতে হয় ।তখন মানুষ পশুকে ভয় পেত তাই মানুষ দলবদ্ধভাবে থাকত। কিন্তু এই আধুনিক যুগে এসে মানুষ অনেক শিক্ষিত হয়েছে, অনেক আইন তৈরি হয়েছে কিন্তু আজ বনের পশুর থেকে কিছু মানুষ নামের পশু অনেক হিংস্র ।এই পশুগুলো কোন আইন মানে না, কোন নিয়ম মানে না , তাদের মন-মানসিকতা এতটাই কুৎসিত যা বনের পশুকে হার মানিয়ে দেয় ্
পুরুষ শাসিত সমাজে নারীদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তারা মাতৃ দিবস পালন করেন, নারী দিবস পালন করেন কিন্তু তাদের ঘরের নারীদেরকে তারা কতটা সম্মান করেন ? এই সমাজের কটু কথার ভয়ে কিংবা সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক নারী স্বামীর অত্যাচার মুখ বুঝে সহ্য করে যাচ্ছে প্রতিনিয়ত।
বর্তমান সময়ে সারা বিশ্বেই নারী ও শিশু নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।পেপার ও অনলাইন মাধ্যমে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছে ”নারী / শিশু ধর্ষণ, নারী নির্যাতন, খুন, রাহাজানি ।আইন আছে কিন্তু এর সঠিক প্রয়োগ নেই ।আইনের উপর সম্পূর্ণ ভরসা না করে প্রতিটি শিশু ও নারীকে আত্মরক্ষা করা শিক্ষতে হবে। নিজেকে নিজের রক্ষা করতে হবে ।
বিদ্যালয়ের অন্যান্য পাঠ্য বই পড়ানোর সাথে সাথে বাচ্চাদেরকে "খারাপ স্পর্শ এবং ভালো স্পর্শ" সম্বন্ধে শেখাতে হবে। যাতে তারা নিজেকে আত্মরক্ষা করতে পারে ।পরিবার থেকে তাদের ধর্মীয় শিক্ষা দিতে হবে কারণ আমরা সকলেই জানি সকল ধর্মেরই মূল লক্ষ্য হলো সৎ ভাবে বাঁচা এবং সৎ পথে থাকা। অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া ।
একটি মেয়ে শ্বশু বাড়িতে বউ হয়ে আসে তাই বলে সে শ্বশুরবাড়ির বোঝা নয় বা কাজের মেয়েও নয়। তার অধিকার আছে সুস্থ ও স্বাধীনভাবে বাঁচার । শুধু মুখ বুজে স্বামীর নির্যাতন সহ্য করা উচিত নয় তাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে । আমাদের প্রতিটা বাবা মায়ের উচিত মেয়েদেরকে সুশিক্ষিত করা এবং স্বাবলম্বী করা ।
অনেক টাকা পয়সা খরচ করে মেয়েকে ভাত -কাপড়ের জন্য শ্বশুরবাড়িতে না পাঠিয়ে মেয়েকে শিক্ষিত করতে হবে এবং নিজেই নিজের খরচ চালাতে পারবে । শ্বশুর বাড়ি গিয়ে কারো কাছে টাকা পয়সার জন্য হাত পাততে হবে না এবং কারো নির্যাতন সহ্য করতে হবে না। তাকে মুখ বুঝে সবকিছু মেনে নিতে হবে না , প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য প্রতিবাদ করতে পারবে ।
✅ Do you think each country's law should be relentless regarding safeguarding children and women? |
---|
![]() |
---|
Source |
মাঝে মাঝে বিধাতাকে প্রশ্ন করতে ইচ্ছে করে ”তিনি নারীকে শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবে কি পাঠিয়েছেন এবং নারীকে তিনি এত দুর্বল করে কেন পাঠালেন ?” সেই দাস প্রথার আগে থেকেই বাজারে অন্যান্য সামগ্রীর মতো নারীদের বিক্রি করা হতো। আজ সমাজের মানুষ শিক্ষিত ও সচেতন হওয়া সত্বেও নারীদের উপর নির্যাতন কমেনি, নারী হত্যা , ধর্ষণ কমেনি।বরং আগের থেকে আরও নারীদের উপর বেশি নির্যাতন হচ্ছে । একটি নাবালিকা শিশুকে নৃশংস ভাবে ধর্ষণ করা হয়েছে।কিছু পৈশাচিক পুরুষের থাবা থেকে একজন মহিলা ডাক্তার থেকে শুরু করে ছোট্ট চার / পাঁচ বছরের শিশু রক্ষা পাচ্ছে না।আজ নারীরা তার কর্মস্থল / তার গৃহ বলুন / তার বিদ্যালয় বলুন / তার খেলার মাঠে বলুন কোথাও নিরাপদ নেই ।শিশু ও নারী নিরাপত্তায় অনেক কঠিন আইন প্রচলন আছে কিন্তু তার সঠিক বিচার এখনো হচ্ছে না ।
আজ পুরুষের পাশাপাশি মেয়েরা শিক্ষা, ব্যবসা-বাণিজ্য , সকল ক্ষেত্রে এগিয়ে আছে। আজ পুরুষের পাশাপাশি মেয়েরা এভারেস্ট জয় করছে, মহাকাশ পাড়ি দিচ্ছে ,এতকিছু মেয়েরা অর্জন করতে পারলেও মেয়েরা এখনো একটি বিষয় দুর্বল হয়ে আছে, তা হলো তাদের নিজেদের রক্ষা করা তাই আমি মনে করি আমার মত সকলেরই একই দাবী হবে শিশু ও নারী সুরক্ষার ক্ষেত্রে সকল দেশেরই আইন কঠিন করা উচিত। শুধু আইন কঠিন করলেই হবে না তার দ্রুত বাস্তবায়ন করতে হবে ।
যদি একটি আইন বাস্তবায়ন হয় তবে দ্বিতীয়বার অপরাধ করতে ভয় পাবে। মনে হয় আইনের চোখ বন্ধ ! নইলে আছিয়ার মত একটি ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা। তার প্রত্যক্ষদর্শী ও ডাক্তার তাদের যে বক্তব্য পেশ করেছেন তারপরও কেন আসামিকে এখনো আইনের বিচারে এনে কেন এখনও সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে না । আমাদের সুশীল সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আবেদন রইল শিশু ও মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে প্রতিটি আইনি কঠোর করা হোক এবং তা দ্রুত বাস্তবায়ন করা হোক। আজকের কোমলমতি প্রজন্মের হাতে ভবিষ্যতের পৃথিবী তাই ওদেরকে সুস্থ ও সুন্দর বেড়ে ওঠার সুযোগ দেওয়া আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।
◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

https://x.com/muktaseo/status/1903886836780732617
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইনশাল্লাহ আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আসলে নিরাপত্তা প্রতিটা মানুষের প্রয়োজন আপনি যদি নিরাপদ ভাবে বসবাস করতে পারেন। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে ধন্যবাদ প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি ভালো থাকবেন।
আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। নারীর রক্ষার্থে অনেক কঠিন আইন আছে আমাদের কিন্তু এগুলো বাস্তবায়ন কতটা হচ্ছে সেটাই আসল প্রশ্ন।
আসলে নারীদের আত্মরক্ষার ক্ষেত্রে যেমন আইন আছে ঠিক তেমনি আমার মনে হয় নিরাপত্তা বজায় রাখার জন্য অন্ততপক্ষে নিজের জায়গা থেকে কিছু উদ্যোগ গ্রহণ করা উচিত তাহলে অন্ততপক্ষে নিজেরা নিজেদের নিরাপত্তা অর্জন করতে পারব আসলে আইন কবে পাস হবে সেটা আমরা জানিনা আদৌ হবে কিনা সেটাও জানিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম সঠিক বলেছেন আপু ।