ABB Contest-65 || শিউলি পুলি পিঠা রেসিপি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- চাউলের গুঁড়ো
- নারিকেল
- চিনি
- লবণ
- তেজপাতা
- দারুচিনি
- এলাচ
- জর্দার রং
প্রথমে আমি একটা কড়াই চুলার উপর বসিয়ে দিলাম। এরপর সেখানে কোরানো নারকেল দিয়ে দিলাম। তারপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি
চিনি দেওয়ার পর সেখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি।
সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ নারকেলগুলো ভেজে নিলাম। কিছুটা বাদামী রঙের হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলবো।
এবার একটা পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখানেও পরিমাণমতো লবণ দিয়ে দিলাম। তারপর যতটুকু পরিমাণ পানি দিয়েছি কাপ মেপে ততটুকু পরিমাণ চাউলের গুড়ো দিয়ে দিলাম।
চাউলের গুঁড়ো দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিব। এবার গরম অবস্থায় ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নেব। কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি।
এবার সেখান থেকে কিছুটা ডো আলাদা করে নিলাম। অল্প একটু ডোর মধ্যে আমি কিছুটা জর্দার রং মিশিয়ে দিলাম। জর্দার রংটুকু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি।
এরপর আমি বাকি ডো দিয়ে বড় বড় করে রুটি তৈরি করে নিলাম। একটু মোটা করে রুটিগুলো তৈরি করে নিয়েছি।
এবার বড় এই রুটিগুলো স্টিলের গ্লাসের সাহায্যে কেটে ছোট ছোট গোল তৈরি করে নিয়েছি। এভাবে আমি বেশ কয়েকটা ছোট রুটি তৈরি করে নিলাম।
এবার আমি ছোট এর রুটি গুলোর মাঝখানে কিছুটা পরিমাণ ভাজা নারিকেল দিয়ে দিলাম। এরপর উপরে আরও একটা ছোট রুটি দিয়ে ঢেকে দিলাম।
এবার দুটো রুটি একসাথে জোড়া লাগিয়ে দিলাম এবং চারপাশে কিছুটা ডিজাইন করে নিয়েছি যেন জোড়াটা খারাপ না লাগে দেখতে। এভাবে আমি বেশ কয়েকটা পুলি পিঠা তৈরি করে নিয়েছি।
এবার জর্দার রং দিয়ে মিক্স করা ডো টুকু পিঠার উপর বসিয়ে দিলাম এবং এর চারপাশে ছোট ছোট পাপড়ি তৈরি করে দিয়ে দিলাম।
এভাবে আমি সবগুলো পলি পিঠার উপর শিউলি ফুলের মত ছোট ছোট ফুল তৈরি করে নিয়েছি।
এরপর আমি একটা পাতিলে বেশ কিছু পরিমাণ পানি গরম করে নিলাম এবং পাতিল এর উপরে স্টিলের এরকম একটা ঝাজরি বসিয়ে দিলাম। তারপর আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিলাম। পিঠাগুলো ভালোভাবে হয়ে গেলে তারপর সেগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো।
ধন্যবাদান্তে
@isratmim
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমার বাংলা ব্লগের ৬৫ তম কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এবারের কনটেস্ট এর টপিকস টা সময় উপযোগী ছিল। তাইতো আপনার থেকে এরকম চমৎকার শিউলি পুলি পিঠা দেখতে পেলাম। পুলি পিঠা তৈরি রন্ধন প্রণালী খুবই সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন। আশা করছি যে কেউ আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে এই পুলিপিঠা তৈরি করতে পারবে। আপনি নিজেই তৈরি করে নিজেই কন্টাক্ট খেয়ে নিলেন, আমাদেরও তো একটু দাওয়াত দিতে পারতে আপু, একসাথে সবাই খতাম হি হি হি। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শীতকালীন পিঠাপুলির একটি নকশাময় পিঠা শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
Share on - X
আপনার পিঠেটা দেখে আমি হাসবো না কাঁদবো, না কমেন্ট করব আমি নিজেই বুঝে পাচ্ছি না আপু। আসলে আমিও এরকমই কিছু একটা ভেবে রেখেছিলাম। যাইহোক আপনি করে দিয়েছেন আর বেশ সুন্দর বানিয়েছেন। ভালো লাগলো দেখে।
আপনি এর থেকে আরও সুন্দর একটা রেসিপি তৈরি করেন। আশা করি ভালো কিছুই হবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
হাহা আমার সাথেও একবার এরকম হইছিল।আপনার কমেন্ট দেখে প্রচুর হাসি পেল দিদি 😁।
প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। শিউলি ফুলের পুলি পিঠা দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এই শিউলি ফুলের পুলি পিঠা দেখে তো অনেক মজাদার মনে হচ্ছে। অনেক ইউনিক ভাবে পিঠা তৈরি করে অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। ভালো লাগলো এটা দেখে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
পিঠার কন্টেস্ট এতবার হয়েছে যে ইউনিক কিছু খুঁজে পেতেই অনেকটা কষ্ট হয়ে যায়। তবে এই রকম একটা রেসিপি গতবার আমার হাজবেন্ড করেছিল। যেটা একটু ভিন্নরকম ছিল। তবে আপনার ক্যাটাগরিতেই করা হয়েছে। আপনি যেভাবে তৈরি করেছেন এটাও বেশ সুন্দর লাগছে আপু। প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
সাধারন পুলি পিঠাকে কি সুন্দর রুপ দিলেন আপু। বেশ ভালো লাগলো আপনার পুলি পিঠার ডিজাইনটি দেখে।শীতের জন্য পারফেক্ট একটা পিঠার রেসিপি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
শিউলি পুলি পিঠা রেসিপি তৈরীর অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতের দিন আসলে যেন এই ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনার পোস্টের মাধ্যমে নতুন ধরনের পিঠা দেখে খুবই ভালো লাগলো।
আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শিউলি পুলি পিঠা রেসিপি তৈরি করার মাধ্যমে আপনি দেখছি আজকে পিঠা রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি করা শিউলি পুলি পিঠা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শিউলি পুলি পিঠা রেসিপি টি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় পিঠা পেলে মজা করে খেতে পারতাম। এরকম পিঠা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা পিঠা দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল। আর অনেক মজা করে খেয়েছিলেন। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের পিঠা।
ঠিকই বলেছেন পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে ।সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাহ দারুণ সুন্দর পিঠা তৈরি করলেন আপনি। নিশ্চয়ই খেতে খুবই মজার হবে। যেহেতু পুলি পিঠা আমার বেশ পছন্দের একটি পিঠা। আপনি শিউলি ফুলের ডিজাইন দিয়ে খুব সুন্দর কালার দিয়ে পিঠা তৈরি করে আমাদেরকে রেসিপিটি শেয়ার করলেন। অনেক ভালো লাগলো আপনার পিঠা তৈরির পরের পরিবেশনাটা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাদের ভালোলাগায় আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।