কিছু ভালো লাগছে না নিজের শারীরিক অবস্থা অনেক খারাপ।

in Incredible India14 days ago

আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের অনেক গুরুত্ব আছে,, এবং যে কোনো জায়গায় সমস্যা গুলো ছোট হলেও মনে হয় অনেক বড়,, বিশেষ করে চোখ হাত নাক কান এই সব জায়গায় সমস্যা হলে তো অনেক বেশি সমস্যা মনে হয়।

1000061413.jpg

আসলে আজ কয়েক দিন ধরে ভালো নেই আমি খারাপ লাগে বলতে আপনাদের সাথে, কারণ অনেক বেশি শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয় আমার,, জানি না বারবার সৃষ্টিকর্তা আমাকে কেনো খুঁজে পাই সমস্যা দেওয়ার জন্য।

বেশ কিছু দিন ধরে ভালোই ছিলাম তবে আবার হঠাৎ করেই কিছু দিন আগে ঘাড়ের সমস্যা,, তার পাশাপাশি গতকাল লেগে যায় চোখের সমস্যা,, আসলে গতকাল সমস্যাটি হয়েছে কাজের মধ্যেও চোখের কানিতে রডের সাথে লেগে যাই ,, তার পাশাপাশি কংগ্রেটের কুচি এসে চোখের মনি কেটে যায়।

1000061412.jpg

ঘাড়ের সমস্যা এখনো সারে নাই তার মধ্য থেকে চোখের সমস্যা এশে যায়,, জানি না বারবার কেনো সৃষ্টিকর্তা আমাকেই খুঁজে পাই,, মানুষ ১-২ বার অসুস্থ হয় বা যে কোনো একটি সমস্যায় লং টাইম ভুগতে থাকে,, কিন্তু আমার তো ১২ মাসে যে কোনো একটি সমস্যায় জড়িয়ে যেতে হয়।

অনেক সাবধানে থাকার পরেও কেনো জানি সমস্যা গুলো কাছে চলে আসে,, আমি আর পারছি না এই সমস্যার সম্মুখীন হওয়ার সাহস আমার আর থাকছে না,, কালকে রাত থেকে সারারাত ঘুমাতে পারি নাই।

বিশেষ করে রাত যখন ৩:০০ টা বাজে তখনো পর্যন্ত আমি জেগে আছি,, চোখের যন্ত্রণা এতটাই বেশি হয় যে বলে বোঝাতে পারবো না,, তার পাশাপাশি আজকে রবিবারে ছিলো বাহিরেও যেতে পারি নাই,, কারণ ক্লিনিক বেশির ভাগ বন্ধু এবং চোখের ক্লিনিকে ছাড়া যাওয়া যাবে না।

কারণ এটা চোখ সব জায়গায় এই চিকিৎসা হয় না,,নিজেদের মতো করে কিছু ড্রপ ছিলো যে গুলো ব্যবহার করেছি আজকে,, এখনো অনেক বেশি সমস্যা লাগছে তবে বুঝতে পারছি না গতকাল কি হবে যদি গতকাল না ভালো লাগে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে।

1000061407.jpg

চোখের মনির উপরে ছোট্ট একটি দাগ হয়ে আছে জানি না সেখানে কিছু ফুটে আছে কি না,, তবে অনেকটা ভুগছি এই সমস্যার জন্য,, আসলে এক বার দুই বার অসুস্থ হলে মেনে নেওয়া যায়,, কিন্তু বারবার অসুস্থ হলে নিজের কাছেও কেমন একটি লাগে,, আর ভালো লাগছে না এই দুনিয়া করতে।

কিছু দিন ভালো থাকি সেই কয় দিন খুব ভালো ভাবে চলে যাই,, আসলে আম্মা মারা যাওয়ার পর থেকে যে কোন একটি সমস্যা আমার সাথে ঘটে যায়,, আমি সত্যি ভেঙ্গে পরি কারণ মাকে হারিয়েছি যে কষ্ট পেয়েছি তার পাশাপাশি সেখান থেকেই অনেক সমস্যার মুখে পড়েছি আর ভালো লাগছে না।

মাঝে মাঝে তো মনে হয় হয়তোবা মারা গেলেই হয়তো বা ভালো হতো,, বেঁচে থেকে শুধু শুধু কষ্ট নিয়ে কি করব,, তবে কথায় আছে সৃষ্টিকর্তার যখন সময় হবে,, তখন ডেকে নেবে সত্যি ঘেন্না লাগছে নিজের জীবনের প্রতি,, কিছুই ভালো লাগছে না আর কালকে থেকে ঘুম এবং খাওয়া-দাওয়া সব কিছু যেনো হারাম হয়ে গিয়েছে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...

আমাদের শরীরের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ খুবই প্রয়োজনীয় আরো বিশেষ করে চোখ চোখের যে কতটা গুরুত্ব যে ব্যক্তির চোখ নাই সে ব্যক্তি ছাড়া আর কেউ এটা অনুভব করতে পারবে বলে আমার মনে হয় না এজন্য সৃষ্টিকর্তার কাছে আবেদন করি সৃষ্টিকর্তা যেন খুবই তাড়াতাড়ি আপনার চোখের সমস্যা সমাধান করে দেয় এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এটাই আমার একান্ত কামনা

 11 days ago 

আমার সুস্থতা কামনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,, এটা আপনি ঠিক কথা বলেছেন যে ব্যক্তির চোখ নাই,, সেই ব্যক্তি জানে চোখের কি গুরুত্ব আমাদের জীবনে,, আমরা কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে রাখলে,, আমাদের এই সুন্দর পৃথিবীর আলো আর আমরা দেখতে পাই না,, এবং যাদের চোখ নেই তারা তো আজীবনের জন্য এই পৃথিবীর আলো দেখতে পাই না,, ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।

 10 days ago 

একটা কথা কি জানেন তো আল্লাহতালা তাদেরকেই অনেক বেশি পরীক্ষা করে যাদেরকে তিনি অনেক বেশি ভালোবাসেন সেটা শারীরিক দিক হোক কিংবা মানসিক দিক আপনার শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই প্রতিনিয়ত আপনার সাথে যেটা ঘটে যাচ্ছে সেটা একেবারেই প্রত্যাশা জনক নয় তারপরেও কিছু করার নেই ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করুন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।