"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩১ [ তারিখ : ১২.০৮.২০২৫ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৭৩০ তম রাউন্ড শেষে আজ ১২ আগস্ট ২০২৫, ৭৩১ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@shimulakter
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
অরিগামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে জুতার অরিগামি তৈরি “(Publish:11:08:2025)
বিভিন্ন ধরণের অরিগ্যামি দেখতে বেশ সুন্দর লাগে, কারণ এগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয় হয়। আর এইসব ডিজাইন যদি রঙিন কাগজের মাধ্যমে করা হয়ে থাকে, তাহলে দেখতে আরো সুন্দর হয়। তবে কাগজের মাধ্যমে একধরণের ডিজাইন ভালোভাবে ফুটিয়ে তুলতে গেলে অনেক ধৈর্য আর দক্ষতার প্রয়োজনও হয়ে থাকে। কাগজের অরিগ্যামিতে বিশেষ করে ভাঁজ আর কাটিং স্কিল অনেক গুরুত্বপূর্ন। এই বিষয়টা যতো ভালোভাবে করা যায়, ততো সুন্দর হয়ে থাকে। আমাদের সম্প্রদায়ে অনেকে বেশ ভালো দক্ষ আছেন, যারা এইসব সৃজনশীল বিষয়ে অনেক পারদর্শী।
অনেক কঠিন কঠিন বিষয়ে অরিগ্যামি করতে দেখা যায়, দেখতেও বেশ সৌন্দর্যপূর্ণ লাগে। যাইহোক, এই জুতোর অরিগ্যামি দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখানে এই অরিগ্যামিটি সম্পূর্ণরূপে ভাঁজ এর মাধ্যমে করা হয়েছে। এই ভাঁজ এর বিষয়টাও খুবই সূক্ষ্মতার সাথে করা হয়েছে। এইসব অরিগ্যামি এর ক্ষেত্রে আবার ভাঁজটাও অনেক গুরুত্বপূর্ন হয়ে ওঠে। যাইহোক, অরিগ্যামিটি অনেক সুন্দর হয়েছে এবং প্রতিটি ধাপ ভালোভাবে উপস্থাপন করা হয়েছে।
ধন্যবাদ সবাইকে।
অনেক দিন পর রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করেছিলাম।আর এটা যখন ফিচারড আর্টিকেল হলো তখন তো ভালো লাগা দ্বিগুন বেড়ে গেলো।সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।